এখন পড়ছেন
হোম > জাতীয় > শীঘ্রই আবারো নির্বাচন কর্নাটকে? কুমারস্বামীর মন্ত্রিসভা নিয়ে বড় ইঙ্গিত বিজেপি নেতার

শীঘ্রই আবারো নির্বাচন কর্নাটকে? কুমারস্বামীর মন্ত্রিসভা নিয়ে বড় ইঙ্গিত বিজেপি নেতার

কর্ণাটক বিধানসভা নির্বাচনের পরবর্তীতে একক বৃহত্তম দল তত্ত্বের ভিত্তিতে বিজেপি সরকার গঠন করে। কিন্তু সেই সরকারের স্থায়িত্ব হইয় মাত্র আড়াই দিন। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি তাদের প্রতিক্রিয়া জানিয়ে আত্মবিশ্বাসী সুরে বললেন  কর্ণাটক রাজ্যে বিজেপির পরিবর্তে ক্ষমতায় আসা কংগ্রেস ও জেডিএস জোটের সরকার সেখানে সরকারের স্থায়ীত্ব দিতে অসমর্থ হবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা বললেন, ” যাঁরা সমর্থন দিয়েছিলেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি সময় অভাবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা আস্থাভোটে মুখোমুখি হতে চেয়েছিলাম। কিন্তু আস্থাভোটের আগেই ইয়েদুরাপ্পা পদত্যাগ করে বুঝিয়ে দিয়েছেন বিজেপি গণতন্ত্রের পক্ষে। ” সম্ভাব্য সরকারের স্থায়িত্ব অল্প দিন হওয়ার পিছনে কারণ হিসেবে তিনি বললেন কংগ্রেস স্বার্থ ছাড়া কোনও কাজ করে না। কংগ্রেসের এই চালাকির সরকার বেশিদিন টিকবে না। উল্লেখ্য এদিন আস্থা ভোটে বিজেপির পরাজয় হয়। যার জেরে কংগ্রেস ও জেডিএস জোট সেখানে সরকার গঠণ করতে চলছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!