নির্বাচনের কাজে অংশগ্রহণকারী সরকারি কর্মীদের জন্য একগুচ্ছ খুশির খবর শোনাল রাজ্য সরকার রাজ্য May 3, 2018 ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আইনী জটিলতা বজায় থাকলেও নির্বাচনের দিন প্রায় আসন্ন। এই সময়ে রাজ্য সরকার ভোট কর্মীদের জন্যে এক রাশ পরিষেবার ভান্ডার নিয়ে উপস্থিত। গত মঙ্গলবার রাজ্য সরকারের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এই পরিষেবা প্রদানের কথা জানানো হলো। ভোট কর্মীদের জন্যে এবার থাকছে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা বিমা। এছাড়া রাজ্য সরকার নির্মিত পরিষেবা তালিকা থেকে জানা যাচ্ছে নির্বাচনের কাজে গিয়ে দুর্ঘটনাবশতঃ কারও প্রাণহানি ঘটলে তাঁর পরিবার ২০ লক্ষ টাকার বিমা সুবিধার অন্তর্ভূক্ত হবেন।এছাড়া যদি কোনো ব্যক্তি গুরুতর আহত হন সেক্ষেত্রে পাওয়া যাবে ১০ লক্ষ টাকা বিমার সুবিধা ও নির্বাচনে অপ্রীতিকর হিংসার ঘটনায় অল্প জখম হলে ৫ লক্ষ টাকার বিমার সুবিধা। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে শুধু এইটুকুই নয় এছাড়াও থাকছে বেশ কিছু পরিষেবার খবর। এবারের পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে নিযুক্ত হচ্ছেন সাড়ে তিন লক্ষ ভোটকর্মী। তাঁদের সকলেরই ভাতার পরিমান বৃদ্ধি করা হয়েছে। প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের জন্যে ভাতার পরিমান বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ৫০০ টাকা এবং ৪০০ টাকা। এর ফলে প্রিসাইডিং অফিসারদের ভাতা বেড়ে হবে ১২৫০ টাকা থেকে ১৭৫০ টাকা। আর পোলিং অফিসারদের ভাতা হবে ৯০০ থেকে বেড়ে ১৩০০ টাকা। একটি বিজ্ঞপ্তি জারী করে রাজ্য সরকাররে তরফে জানানো হয়েছে এর আগে কোনো বছরেই ভোট কর্মীদের জন্যের এত টাকা বিমার সুবিধা কোনো সরকার দেয়নি। একইসাথে ভোটকর্মীদের উদ্দেশ্যে জানানো হয়েছে তাঁদের নিরাপত্তার জন্যে সমস্ত রকম ব্যবস্থা থাকবে। নির্বাচনের সময়ে যাতে কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে সেই কারণে আগাম সতর্কতা হেতু রাজ্য সরকার প্রয়োজনীয় এই পদক্ষেপ গুলি গ্রহণ করেছেন বলে জানা যাচ্ছে। আপনার মতামত জানান -