এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > উন্নয়ন না হওয়ায় ভোট বয়কটের ডাক খোদ শুভেন্দু-গড়ে, বড়সড় অস্বস্তিতে শাসকদল

উন্নয়ন না হওয়ায় ভোট বয়কটের ডাক খোদ শুভেন্দু-গড়ে, বড়সড় অস্বস্তিতে শাসকদল

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যখন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস তাদের শাসনকালে রাজ্যজুড়ে হয়ে চলা উন্নয়নকে হাতিয়ার করে বিরোধীদের মোকাবিলা করতে চাইছে, তখন বড়সড় অস্বস্তি দেখা দিল তৃণমূল কংগ্রেসের এই মহুর্তে অন্যতম গুরুত্বপূর্ণ নেতা শুভেন্দু অধিকারীর গড়ে। স্থানীয় সূত্রের খবর, এলাকায় কোনো উন্নয়ন হয় নি দাবিতে আসন্ন পঞ্চায়েত ভোট বয়কটের দাবি জানালেন মহিষাদল ব্লকের নাটশাল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১১০ নম্বর বুথের গাজিপুর দক্ষিণ পল্লির গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ যে গোটা গ্রামে পানীয় জলের মোটে দুটি কল আছে আর তার মধ্যে একটি আবার খারাপ, তারফলে তীব্র বিপাকে গ্রামবাসীরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

গ্রামবাসীদের আরো অভিযোগ, যে বার বার পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানকে এই ব্যাপারে জানানো হলেও কোনো ব্যাবস্থা নেননি তাঁরা।তাছাড়া পাশের গ্রামেই ঢালাই রাস্তাঘাট থাকলেও এই এলাকায় ঢালাই রাস্তা হয়নি। একটি প্রাথমিক বিদ্যালয়, একটি স্বাস্থ্যকেন্দ্র ও আইসিডিএস সেন্টার থাকলেও তা না থাকারই সমান। তাঁদের দাবি পঞ্চায়েত প্রধান সিপিএমের হলেও এই বুথের পঞ্চায়েত সদস্য তৃণমূলের। তৃণমূল কংগ্রেস যখন দাবি করছে রাজ্যজুড়ে উন্নয়ন হচ্ছে, তাহলে আমরা কেন বঞ্চিত – এই প্রতিবাদে তাঁরা ভোট বয়কটের ডাক দিলেন। এদিকে তৃণমূলের দাবি যেহেতু এলাকাটি সিপিএমের অধীনে তাই সিপিএম উন্নয়ন করে নি এতে তৃণমূলের কোনো হাত নেই। তৃণমূল কংগ্রেসের এই যুক্তির পরেও, অবশ্য স্থানীয়দের অভিযোগ – রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা পূর্ব মেদিনীপুরের অন্যতম ভরসা শুভেন্দু অধিকারীর গড়ে পানীয় জলের সমস্যার মত বিষয় কেন মাথাচাড়া দেবে? আর সেই ‘অভিমান’ থেকেই নির্বাচন বয়কটের রাস্তা বেছে নিচ্ছেন তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!