এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যে ফের কি হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন ?কি বললো আদালত

রাজ্যে ফের কি হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন ?কি বললো আদালত

রাজ্যে ফের কি হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন? আজ আদালতের রায়ের দিকে তাকিয়ে ছিলেন নির্বাচন কমিশন থেকে শুরু করে বঙ্গবাসী তো বটেই সাথে উদ্বিগ্নের সাথে কাটিয়েছেন সরকারী কর্মীরাও। চিন্তার ভাগ ফেলেছে নির্বাচন কমিশন ও রাজ্য সরকার তথা শাসক দল তৃণমূল কংগ্রেসও। কিন্তু এদিনের মনে হয়েছিল যে আজ অর্থাৎ মঙ্গলবারই দেশের শীর্ষ আদালতে পঞ্চায়েত নির্বাচনের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে, কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে করা মামলা নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে রায়দান হবে বুধবার। ফলে আরও একটা দিন অপেক্ষা করতে হচ্ছে রাজনৈতিকমহল থেকে সাধারণ মানুষকে। জানা গেছে আজকের শুনানিতে

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

নির্বাচন কমিশনকে তীব্র ভর্ত্‍সনা করে সুপ্রিম কোর্ট জানায় , নির্বাচন কমিশনের কথাতেই স্পষ্ট হয়ে উঠছে যে বেশ কিছু জেলায় মনোননয়ন জমা দেওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে ,মনোননয়ন জমা দিতে বাধা দেওয়া হয়েছে তবুও কেনো সেইসব জায়গায় মনোনয়ন পেশের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেনি কমিশন।এই নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। পাশাপাশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৪ শতাংশ জয়ের সংখ্যাটা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি। ফলে এই পরিস্থিতিতে ওই ৩৪ শতাংশ আসনে ফের ভোটের নির্দেশও দিতে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিকমহল। সিঁদুরে মেঘ দেখছে খোদ নির্বাচন কমিশনও। যদিও তাদের দাবি বিগত কয়েকটি মামলা থেকে শিক্ষা নিয়েই কমিশন এবার আটঘাট বেঁধেই আইনি যুদ্ধে নেমেছে। যায় হোক গোটা রাজ্য সমেত নির্বাচন কমিশন ও রাজ্য সরকার তথা শাসক দল তৃণমূল কংগ্রেসও এখন কালকের দিকে তাকিয়ে তা আর বলার অপেক্ষা রাখে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!