এখন পড়ছেন
হোম > জাতীয় > শেষ দফায় নির্বাচন হলে রাজ্য-রাজনীতিকে চমকে দিতে পারে বামেরা, বড় “ইঙ্গিত” ইয়েচুরির

শেষ দফায় নির্বাচন হলে রাজ্য-রাজনীতিকে চমকে দিতে পারে বামেরা, বড় “ইঙ্গিত” ইয়েচুরির

এবারের লোকসভা নির্বাচনে বাংলায় যখন মূল লড়াই তৃণমূল বনাম বিজেপির মধ্যে হতে চলেছে, ঠিক তখনই কিছুটা হলেও সেই লড়াই থেকে পিছিয়ে থাকতেই দেখা যাচ্ছে বামেদের। 2011 সালে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর যে বামেরা রাজ্যের বিরোধী আসনে ছিল, একের পর এক নির্বাচনে পর্যদুস্ত হওয়ার পর সেই তারাই বিরোধী আসন থেকে ছিটকে গিয়ে একেবারে শেষের সারীতে চলে গিয়েছে। বর্তমানে রাজ্যে বিরোধীদলের জায়গা দখল করে নিয়েছে বিজেপি।

আর এমত একটা পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের দামামা বাজার পর যখন প্রতিটা নির্বাচনী সভা থেকেই বামেদের ভোটব্যাঙ্কের সিংহভাগ ভোট বিজেপির দিকে যাচ্ছে বলে অভিযোগ করছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই পাল্টা সপ্তম তথা শেষ দফার নির্বাচনের আগে বামেরা বড়সড় চমক দিতে চলেছে বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যকে নস্যাৎ করে দিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

বস্তুত, এবারের লোকসভা নির্বাচনে বাংলা থেকে 42 এ 42 টি আসন পেয়ে দিল্লির মসনদে নির্ণায়ক শক্তি হওয়ার ডাক দিয়েছে তৃণমূল, অন্যদিকে বাংলার 42 টি লোকসভা আসনের মধ্যে 22 থেকে 23 তারা পাবে বলে দাবি করেছে বিজেপি। তবে তৃণমূল এবং বিজেপি নিজেদের সংখ্যাতত্ত্ব নিয়ে যখন দাবি করতে শুরু করেছে, ঠিক তখনই এই ব্যাপারে কোনোরূপ মুখ খুলতে দেখা যায়নি বামেদের। কি হবে এবারের নির্বাচনে?

এদিন এই প্রসঙ্গে বামেদের রাজ্য দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটে এক সাংবাদিক বৈঠকে মুখ খুললেন সীতারাম ইয়েচুরি। এদিন তিনি বলেন, “আমরা সব আসনেই জয়ের জন্য লড়াই করে থাকি। তাই আমি বা আমাদের দল কখনই যুদ্ধের মাঝে সম্ভাব্য আসন সংখ্যা উল্লেখ করি না। এখনও এক দফার ভোট বাকি। রাজ্যের শেষ দফার নির্বাচনে মানুষ যদি তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পায়, তাহলে এই ভোটে বাংলায় চমকে দেওয়ার মতো ফল করবে বামেরা।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু যেখানে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বামেদের সিংহভাগ ভোট বিজেপির দিকে চলে যাচ্ছে, সেখানে তারা কি করে চমকে দেওয়ার মতো ফল করবে? এদিন এই প্রসঙ্গে সীতারাম ইয়েচুরি বলেন, “ইদানিং মমতা বন্দ্যোপাধ্যায় মেরুকরণের সমীকরণ কার্যকর করতে বাম ভোট রামে যাচ্ছে বলে দাবি করছেন। আমি চ্যালেঞ্জ জানিয়ে বলছি, এটা পুরোপুরি আরএসএসের পরিকল্পনা প্রস্তুত একটা প্রচার। এই পরিকল্পনায় বিজেপি এবং তৃণমূল উভয় রয়েছে। আমরা খবর পেয়েছি, সংঘ পরিবারের লোক নিজেদের সিপিএম বা বামপন্থী বলে পরিচয় দিয়ে “এবার রাম, পরে বাম” স্লোগান দিচ্ছে। কিন্তু বাংলার মানুষ এই ফাঁদে পা দেবে না।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিভিন্ন জনসভা থেকে দাবি করছেন বাম এবং বিজেপি এক, ঠিক তখনই তৃণমূল নেত্রীর সেই দাবিকে মিথ্যা প্রমাণ করে শেষ দফার নির্বাচনে তারা চমক দিতে চলেছে বলে জানিয়ে দিলেন সিপিএমের সীতারাম ইয়েচুরি। তবে এই বক্তব্যের সাথে বাস্তবের মাটিতে তারা আদৌ কোনো মিল দেখাতে পারে কিনা এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!