নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলে দিল আদালত, বড় জয় দেখছে বিরোধীরা রাজ্য May 5, 2018 নানা আইনী জটিলতা এবং রাজনৈতিক দলের অভিযোগ অবসান ঘটাতে একদফায় ভোট করাতে গিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ধীক্কারের মুখোমুখি হলো রাজ্য নির্বাচন কমিশন। উল্লেখ্য প্রদেশ কংগ্রেস দল সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উত্থাপন করে আদালতের দ্বারস্থ হয়েছিল । এদিন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানীতে তীব্র ধীক্কারের সম্মুখীন হয় রাজ্য নির্বাচন কমিশন। আদালতের পর্যবেক্ষণ অনুয়ারী কমিশনের নিরপেক্ষতা বিষয়ে সংশয় অবশ্যম্ভাবী ভাবেই রয়েছে। কমিশন চাইলেই একদফায় নির্বাচনের আয়োজন এড়াতে পারতো। একই সঙ্গে গত ২০ এপ্রিল সিঙ্গল বেঞ্চের বিচারপতি সুব্রত তালুকদার কমিশনকে যে নির্দেশ দিয়েছিল, তা যথাযথভাবে মানা হয়নি। এই প্রসঙ্গে কংগ্রেসের আইনজীবী ঋজু ঘোষাল বলেন, ”সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েই আমাদের প্রশ্ন ছিল। বিচারপতি কার্যত সেই অভিযোগকে মান্যতা দিয়েছেন। বিচারপতি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিন দফার পরিবর্তে একদফায় ভোট করতে চেয়ে কমিশন নিজেই আইনি জটিলতা তৈরি করেছে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে কমিশন যে এভাবে একতরফা কাজ করতে পারে না, ডিভিশন বেঞ্চ তাও স্পষ্ট করে দিয়েছেন।” কংগ্রেসের মামলা হলেও তা শুনতে হাজির ছিলেন বিজেপির আইনজীবী প্রতাপ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ”আমরা প্রথম থেকেই বলে আসছিলাম কমিশনের ভূমিকা নিরপেক্ষ নয়। এদিন বিচারপতি সেই অভিযোগকেই মান্যতা দিলেন। এই রায়ে আমরা খুশী।” এদিনের শুনানির অল্প সময় আগেই প্রধান বিচারপতি জানিয়েছিলেন আগামী ১৪ ই মে পঞ্চায়েত নির্বাচন হবে কি না এবিষয়ে ডিভিশন বেঞ্চের শুনানির আগে তিনি কোনও সিদ্ধান্ত নেবেন না। তাই এদিনের শুনানি বাতিল করে পরবর্তী দিন হিসেবে মঙ্গলবার, ৮ ই মে শুনানির দিন ধার্য করেছেন। এদিকে এদিন আদালতের রায় সম্পর্কে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি কমিশনের আইনজীবী শক্তিনাথ মুখোপাধ্যায়। আদালত সূত্রের খবর অনুয়ারী, তিনি ডিভিশন বেঞ্চকে বোঝাতে চেয়েছিলেন তাঁরা নিরপেক্ষভাবে এবং নির্বাচনের যাবতীয় বিধি মেনেই কাজ করছেন। যা শুনে ক্ষুব্ধ বিচারপতি সমাদ্দারের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দেন, আদালত কখনই কমিশনের কাজে হস্তক্ষেপ করবে না। কিন্তু যেভাবে কমিশন কাজ করছে, তার নিরপেক্ষতা প্রশ্নাতীত নয়। আপনার মতামত জানান -