এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভা ভোটে আপনার কেন্দ্রের সব প্রার্থীর সব তথ্য আপনার হাতের মুঠোয় আনতে এবার বিশেষ পদক্ষেপ নির্বাচন কমিশনের

লোকসভা ভোটে আপনার কেন্দ্রের সব প্রার্থীর সব তথ্য আপনার হাতের মুঠোয় আনতে এবার বিশেষ পদক্ষেপ নির্বাচন কমিশনের


আসন্ন লোকসভা নির্বাচনে সুষ্ঠুভাবে গোটা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে দেশের নির্বাচন কমিশন। আর এবার তাদের এই পদক্ষেপের মধ্যেই অন্যতম হল অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপের মাধ্যমে এবার ভোট প্রার্থীর যাবতীয় তথ্য হাতে পেয়ে যাবেন ভোটাররা।

সূত্রের খবর, এবারই প্রথম কোনো প্রার্থীর দাখিল করার সমস্ত নির্বাচনী হলফনামা যদি কোনো ভোটদাতা জানতে চান তাহলে মোবাইল অ্যাপের মাধ্যমে তা তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে শুধু প্রার্থীর ব্যাপারে খোঁজখবর করাই নয়, ভোটার তালিকায় নাম সংশোধন, ফরম ডাউনলোড, পূর্ববর্তী ভোটের ফলাফলে এবং নির্বাচন কমিশনের সর্বশেষ পরিকল্পনার খবরও ওই অ্যাপের সাহায্যে ভোটারদের কাছে পৌঁছে যাবে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্বাচন কমিশনের একাংশের মতে, এবারই প্রথম ভোট পরিচালনা থেকে ভোট সম্পর্কিত যাবতীয় তথ্য ভোটারদের সামনে আনতে এই অ্যান্ড্রয়েড মোবাইলের অ্যাপের সাহায্যে তা ভোটারদের কাছে পরিবেশন করা হবে। জানা গেছে, “ভোটার হেলপ্লাইন” নামে এই অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে সমস্ত তথ্য ভোটারদের কাছে পৌঁছে যাবে।

এদিন এই প্রসঙ্গে মালদহের ওসি সিলেকশন জ্যোতি ঘোষ বলেন, “কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশন এই ভোটার হেল্প লাইন অ্যাপ চালু করেছে। গুগল প্লেস্টোর থেকে সেই ভোটাররা তা ডাউনলোড করে সেখানে প্রার্থীদের যাবতীয় তথ্য জানতে পারবেন।” সব মিলিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে প্রযুক্তিকে হাতিয়ার করে যে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে দেশের জাতীয় নির্বাচন কমিশন তা এককথায় বলাই যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!