এখন পড়ছেন
হোম > রাজ্য > “লোকচক্ষুর আড়ালে” করা হচ্ছে নতুন গণনাকেন্দ্র- কমিশনে বিস্ফোরক অভিযোগ পাঠালেন হেভিওয়েট বিরোধী সাংসদ

“লোকচক্ষুর আড়ালে” করা হচ্ছে নতুন গণনাকেন্দ্র- কমিশনে বিস্ফোরক অভিযোগ পাঠালেন হেভিওয়েট বিরোধী সাংসদ


লোকসভা নির্বাচনের দামামা এখনও বাজেনি। তবে এরই মাঝে মালদহের প্রস্তাবিত গণনা কেন্দ্র নিয়ে তীব্র আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিলেন দক্ষিণ মালদহের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে মালদহের গণনা কেন্দ্র হিসেবে সুজাপুরকে বেছে রাখা হয়েছিল। কিন্তু সুজাপুরে রই প্রস্তাবিত নির্বাচন কেন্দ্রের ব্যাপারে কিছুটা আপত্তি রয়েছে দক্ষিণ মালদহের কংগ্রেস সাংসদের। আর তাই তিনি এই ব্যাপারে এবারে কমিশনকে চিঠি দিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রতিবারই এই মালদহের দুটি লোকসভা কেন্দ্রের গণনার জন্য ইংলিশবাজার পলিটেকনিক কলেজ এবং মালদহ কলেজেকে বেছে রাখা হত। কিন্তু এবারে সেই মালদহ কলেজের গণনা কেন্দ্রটি কালিয়াচকের সুজাপুর পলিটেকনিক কলেজে সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

এমনকি দিল্লিতে এই ব্যাপারে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে একটি প্রস্তাবও পাঠানো হয়েছিল। কিন্তু সুজাপুরের এলাকাটি জনবহুল না হওয়ায় এবং লোকচক্ষুর আড়ালে থাকায় সেখানে অনেক সমস্যা হতে পারে বলে মালদা কলেজেই সেই গণনা করার প্রস্তাব নির্বাচন কমিশনকে দিলেন কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী।

এদিন এই প্রসঙ্গে দক্ষিণ মালদহের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী বলেন, “নির্বাচন সামগ্রী বিতরণ ও গণনা কাজের জন্য ওই এলাকা সঠিক নয়। যাতায়াতের অসুবিধার পাশাপাশি মূল সড়ক থেকে তা অনেকটা দূরে অবস্থিত। আর এই কেন্দ্রটি অনেক ক্ষেত্রেই লোকচক্ষুর আড়ালে থেকে যায়। তাই ইংলিশবাজার পলিটেকনিক কলেজে যেখানে আগের বার গননা হয়েছে সেখানেই এবার গণনা করা হোক।”

অন্যদিকে স্থানীয় সাংসদের এই দাবি প্রসঙ্গে মালদহ জেলা নির্বাচন দপ্তরের ওসি জ্যোতি ঘোষ বলেন, “সংসদ সদস্য সুজাপুরের প্রস্তাবিত নির্বাচনী কেন্দ্র নিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিলেন। সেই বিষয়ে আমাদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে আমরা যথা সময়ে তা পাঠিয়ে দেব।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কিন্তু আবু হাসেম খান চৌধুরীর এই গণনা কেন্দ্র বদলের দাবির পেছনে অন্য কোনো ইঙ্গিত রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। কেননা, এবারে লোকসভায় দাঁড়ালে একদিকে কেন্দ্রের বিজেপি আর অপরদিকে রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে লড়তে হবে এই আবু হাসেম খান চৌধুরীকে। আর তাই লোকচক্ষুর অন্তরালে থাকা সুজাপুরের বদলে মালদহ কলেজ ও ইংলিশবাজার পলিটেকনিক কলেজের ওপরেই বেশি ভরসা রাখতে চান তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!