এখন পড়ছেন
হোম > রাজ্য > নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে শাসকদলের টিকিটে জয়ী, বিজেপির প্রতিবাদে তীব্র চাঞ্চল্য হুগলির রাজনীতিতে

নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে শাসকদলের টিকিটে জয়ী, বিজেপির প্রতিবাদে তীব্র চাঞ্চল্য হুগলির রাজনীতিতে

এবার বিগত পঞ্চায়েত ভোটে শাসক দলের তরফে জয়ী প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাল বিজেপি। আর যেই ঘটনায় এখন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হুগলির খানাকুলে। কিন্তু কি সেই অভিযোগ? আর কেনই বা শাসকদলের জয়ী প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল গেরুয়া শিবির?

প্রসঙ্গত উল্লেখ্য, বিগত পঞ্চায়েত নির্বাচন এই খানাকুল 2 ব্লকের 48 নম্বর জেলা পরিষদের আসন থেকে যুব তৃণমূল নেতা মুন্সি নজমুল করিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। কিন্তু বিজেপির অভিযোগ যে, এই মুন্সি নজবুল করিম একজন এম আর ডিলার। আর হিসেবমতো কোনো এম আর ডিলার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। তাই এবার সেই শাসকদলের জয়ী প্রার্থীর বিরুদ্ধে ডিলারশিপ বাতিলের আবেদন জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল গেরুয়া শিবির।

সূত্রের খবর, গত শুক্রবার আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির তরফ থেকে মহকুমা শাসকের কাছে এই ব্যাপারে একটি লিখিত অভিযোগ জানানো হয়েছে। যেই অভিযোগপত্রে সই করেছেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ, অসিত কুন্ডু, বিকাশ চন্দ্র দোলুই সহ অন্যান্যরা। কিন্তু ঠিক কি দাবি নিয়ে তারা মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন?

এদিন এই প্রসঙ্গে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, “নির্বাচন কমিশনের বিধি ভঙ্গ করে ভোটে প্রতিদ্বন্দ্বীতা করার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই প্রশাসন এই ব্যাপারে নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা নিক। প্রয়োজনে খানাকুলের ওই আসনে পুনর্নির্বাচন করা হোক। আমাদের হাতে নির্দিষ্ট প্রমাণ আছে।”

তাহলে কি সত্যিই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ যুক্তিযুক্ত? এদিন এই প্রসঙ্গে সেই তৃণমূলের মুন্সি নজবুল করিম বলেন, “আমি এম আর ডিলার হলেও খয়রাতি ত্রাণ বিলির ডিলারশিপ আমার নেই। তাই ভোটে দাঁড়াতেও আমার কোনো অসুবিধে নেই। যদি অসুবিধা হতো তাহলে মনোনয়নপত্র জমা দেওয়ার পরই তা স্কুটিনিতে বাতিল হয়ে যেত। বিজেপি এসব জানেনা বলেই অযথা বিভ্রান্তি ছড়াতে প্রশাসনের কাছে অভিযোগ করছে। এতে কোনোই প্রভাব পড়বে না।” সত্যি কি একজন এম আর ডিলার নির্বাচনে দাঁড়াতে পারেন না?

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন এই প্রসঙ্গে আরামবাগের মহকুমা শাসক লক্ষ্মী ভব্য তেন্নেরু বলেন, “সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে।” সব মিলিয়ে লোকসভা নির্বাচনের দামামা বেজে যাওয়ার ঠিক আগেই পঞ্চায়েত নির্বাচনে জয়ী শাসক দলের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে শোরগোল তুলে দিল বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!