এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নির্বাচন কমিশনের চিঠির প্রেক্ষিতে বাংলায় আইএএস পর্যায়ে ব্যাপক রদবদল

নির্বাচন কমিশনের চিঠির প্রেক্ষিতে বাংলায় আইএএস পর্যায়ে ব্যাপক রদবদল

লোকসভা নির্বাচনের দামামা এখনো বাজেনি। কিন্তু তার আগেই নির্বাচন কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে এবার 12 জন আইএএসের পোস্টিংয়ের পরিবর্তন করা হল এরাজ্যে। সূত্রের খবর, বদলি নিয়ে নির্বাচন কমিশনের চিঠির পাওয়ার সাথে সাথেই পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের পদে পরিবর্তন আনা হয়েছে।

অন্যদিকে পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পুরুলিয়ার জেলাশাসক অলোকেশ প্রসাদ রায়কে পঞ্চায়েত দপ্তরের কমিশনার পদে বসানো হয়েছে। সেই ক্ষেত্রে পুরুলিয়া জেলা শাসকের দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর 24 পরগনার অতিরিক্ত জেলা শাসক রাহুল মজুমদারকে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত 2006 সালে পূর্ব মেদিনীপুর জেলা শাসক রেশমি কোমলকে পশ্চিমবঙ্গ ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর করা হয়েছে। আর এবার পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম ডিপার্টমেন্টের যুগ্ম সচিবকে এই পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের দায়িত্ব দেওয়া হল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বর্ধমান ডিভিশনের কমিশনার হরি রামালুকে প্রেসিডেন্সি ডিভিশনের কমিশনার এবং সুরেন্দ্র গুপ্তাকে বর্ধমান ডিভিশনের নতুন কমিশনার করা হল। আর উত্তরবঙ্গের দার্জিলিংয়ের অতিরিক্ত জেলা শাসকের দায়িত্ব দেওয়া হল শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি সিইও পন্নাবালাম এসকে।

এদিকে হুগলির অতিরিক্ত জেলাশাসক রজত নন্দাকে পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলা শাসক এবং রাজর্ষি মিত্রকে হুগলি জেলা শাসকের পদ থেকে সরিয়ে প্রজেক্ট ম্যানেজমেন্টের যুগ্ম সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে এবার লোকসভা নির্বাচনের দামামা বাজতে না বাজতেই নির্বাচন কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে বাংলায় আইএএস পর্যায়ে ব্যাপক রদবদল অনুষ্ঠিত হল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!