এখন পড়ছেন
হোম > জাতীয় > স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক – নির্বাচনের দিন ঘোষণা শুধু সময়ের অপেক্ষা

স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক – নির্বাচনের দিন ঘোষণা শুধু সময়ের অপেক্ষা


দেশের প্রায় বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মধ্যে আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে সব রকম প্রস্তুতি শুরু করে দিলেও এখনও পর্যন্ত ঠিক কবে সেই লোকসভা নির্বাচন হবে তার দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। অনেকেই মনে করেছিল যে এই লোকসভা নির্বাচনের আগে যখন ভারতের জম্মু- কাশ্মীরের পুলওয়ামায় পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের তরফে নৃশংস হামলা চালানো হয়েছে ঠিক তখনই সেই লোকসভা নির্বাচন পিছিয়ে দেওয়া হতে পারে।

কিন্তু সেই সমস্ত জল্পনা-কল্পনাকে উড়িয়ে দিয়ে নির্ধারিত সময়ই লোকসভা নির্বাচন হবে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আর এর পর থেকেই ঠিক কবে সেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। আর এরপরই বিভিন্ন রাজ্য সফর সম্পন্ন করে সম্প্রতি জম্মু কাশ্মীরে গিয়ে গোটা পরিস্থিতি পর্যালোচনা করেছে নির্বাচন কমিশন। এবার জম্মু কাশ্মীর থেকে ফিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে কবে এবং কত সংখ্যায় আধা সামরিক বাহিনী পাওয়া যাবে সেই ব্যাপারে জানতে চাইল নির্বাচন কমিশন।

একাংশের মতে, জম্মু-কাশ্মীরের পুলওয়ামা কাণ্ডের পর সেখানে 13 হাজার কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে লোকসভা নির্বাচনে সেই আধা সামরিক বাহিনীতে কোনোরূপ ঘাটতি হবে কিনা সেই ব্যাপারটি আগেভাগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জেনে নিতে চাইছে নির্বাচন কমিশন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

সূত্রের খবর, আগামী সপ্তাহেই এই ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে সুনির্দিষ্ট তথ্য জমা দেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য, গত 2014 সালে 5 মার্চ লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হলেও এবার এখনও পর্যন্ত সেই লোকসভা নির্বাচনের দিন ঘোষণা না হওয়ায় বিরোধী দলের তরফে অভিযোগ তোলা হচ্ছিল যে, কেন্দ্রের নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার তড়িঘড়ি সমস্ত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে দেওয়াতেই তারা সেই নির্বাচন ঘোষণার দিন আরও পিছিয়ে দিতে চাইছে।

কেননা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যায়। ফলে তখন কোনো সরকার কোনো প্রতিশ্রুতি বা কোনরূপ সরকারি প্রকল্পের উদ্বোধনের কাজ করতে পারেন না। তবে বিরোধীদের এই অভিযোগ যে কিছুটা হলেও মিথ্যে তা এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সাথে নির্বাচন কমিশনের বৈঠকে মূলত আধা সামরিক বাহিনী ঠিক কত মাত্রায় পাওয়া যাবে তা নিয়ে খবর প্রকাশ হওয়ার পরই পরিষ্কার হয়ে গেল।

তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সাথে নির্বাচন কমিশনের বৈঠকের পর এখন আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়া যে শুধুমাত্রই সময়ের অপেক্ষা সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত সকলেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!