এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মামলার চাপে অসুস্থ নির্বাচন কমিশনার, কমিশনের অফিসেই ডাক্তাররা ছুটে এলেন

মামলার চাপে অসুস্থ নির্বাচন কমিশনার, কমিশনের অফিসেই ডাক্তাররা ছুটে এলেন


রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে যে টানটান উত্তেজনা চলছে বিগত কয়েকদিন ধরে, তার চাপে অসুস্থ হয়ে পড়লেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিং। সূত্রের খবর, গতকাল নির্বাচন কমিশনের অফিসেই স্নায়ুর চাপে রীতিমত অসুস্থ হয়ে পড়েন তিনি, ফলে তড়িঘড়ি কমিশনের অফিসেই তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য ডেকে পাঠানো হয় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালের ডাক্তারদের। অসুস্থ বোধ করায় তিনি কাল আদালতেও যেতে পারেননি। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন বলেই জানা যাচ্ছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সূত্রের খবর, মনোনয়ন পর্বের সময় থেকেই যেভাবে একের পর এক ঘটনা ঘটেছে তাতে রীতিমত ‘চাপে’ ছিলেন নির্বাচন কমিশনার। একদিকে রাজ্যপালকে জানিয়েছিলেন রাজ্যে বর্তমানে ‘নৈরাজ্যের’ পরিস্থিতি, পর্যবেক্ষকদের জানিয়েছেন নিরপেক্ষভাবে কাজ করতে হবে। অন্যদিকে, প্রশাসনের সঙ্গে বৈঠকে জানতে পেরেছেন রাজ্যের ‘শান্তি-শৃঙ্খলা’ স্বাভাবিক। তার উপরে বিরোধীদের দাবিতে মনোনয়ন পর্বের সময়সীমা বাড়িয়ে আবার পিছিয়ে আসতে হয়েছে। আদালতে স্থগিতাদেশ বেড়েছে দিনের পর দিন, সব মিলিয়ে তাঁকে রীতিমত স্নায়ুর চাপে ভুগতে হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, রক্তচাপ সংক্রান্ত সমস্যায় মোটেই আক্রান্ত নন নির্বাচন কমিশনার। গতকাল, কোনও কারণে হঠাৎ করে তাঁর রক্তচাপ সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!