এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পার্থ চ্যাটার্জির ‘পরামর্শের’ পরেই নির্বাচন কমিশনারের ‘প্রাণনাশের হুমকি’ নিয়ে বড় ঘোষণা

পার্থ চ্যাটার্জির ‘পরামর্শের’ পরেই নির্বাচন কমিশনারের ‘প্রাণনাশের হুমকি’ নিয়ে বড় ঘোষণা


বাংলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে শাসকদলের করা ‘সন্ত্রাসের’ পরিপ্রেক্ষিতে মনোনয়ন জমা দেওয়ার শেষদিনে বিরোধীদের অভিযোগের ভিত্তিতে মনোনয়নের জন্য একদিন অতিরিক্ত সময় ধার্য্য করেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিং। কিন্তু রাত না পেরোতেই সেই নির্দেশ তিনি প্রত্যাহার করে নেন। এরপর বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী অভিযোগ করেন নির্বাচন কমিশনারের বাড়িতে গিয়ে চার তৃণমূলের মন্ত্রী তাঁর উপর চাপ সৃষ্টি করেন, ফলে উনি নির্দেশ প্রত্যাহারে বাধ্য হন। সুজনবাবুর সুরেই সুর মেলাতে শুরু করেন বিজেপি সহ অন্যান্য বিরোধী নেতারা। আর গত রবিবার বিজেপিনেতা রাজুল সিনহা অভিযোগ করেন, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনারকে। তাঁর ইঙ্গিত ছিল র্যায়ের শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকেই, এমনকি তিনি ইঙ্গিত তাঁর উপর চাপ সৃষ্টি করে শাসকদল সব করিয়ে নিচ্ছেন।

রাহুলবাবুর সেই সাংবাদিক বৈঠকের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, এই বিষয়ে নির্বাচন কমিশনারেরই স্পষ্ট করা উচিত তিনি কোনও হুমকি পেয়েছেন কি না। এতদিন ধরে চলা অভিযোগ নিয়ে নিশ্চুপ থাকলেও, আশ্চর্যরকমভাবে পার্থবাবুর ‘পরামর্শের’ পরেই আজ এই বিতর্কিত ইস্যুতে মুখ খোলেন অমরেন্দ্রকুমার সিং, যদিও এই বিষয়ে কোনো ‘সংযোগের’ কথা তিনি জানাননি। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আমাকে কেউ প্রাণনাশের হুমকি দেননি। আমাকে নিয়ে যে মন্তব্য করেছে বিশেষ একটি রাজনৈতিক দল (বিজেপি), তা সর্বৈব মিথ্যা। আমাকে তৃণমূল কংগ্রেসের তরফে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে একটি রাজনৈতিক দল, তা ঠিক নয়। শুধু তৃণমূল কংগ্রেস কেন, কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকেই আমি প্রাণনাশের হুমকি পাইনি, কোনও হুমকিই আমাকে দেওয়া হয়নি। যে প্রচার করা হয়েছে, তা সর্বৈব মিথ্যা এবং ভিত্তিহীন। তাহলে ভিত্তিহীন এই প্রচারের জন্য তিনি কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন না – সাংবাদিকদের করা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আলোচনা করে পরে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, আপাতত নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করাই আমার একমাত্র উদ্দেশ্য। যেহেতু পঞ্চায়েত নির্বাচন এখনও হাইকোর্টে বিচারাধীন তাই আমি এ বিষয়ে আর কোনও মন্তব্য করব না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!