এখন পড়ছেন
হোম > রাজ্য > ইলেকশন ডিউটি ভোট শুরু হতেই চরম বিশৃঙ্খলার খবর

ইলেকশন ডিউটি ভোট শুরু হতেই চরম বিশৃঙ্খলার খবর

পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ইলেকশন ডিউটি (ইডি) ভোট ঘিরে চরম অব্যবস্থার নজির দেখা গেল। এখানে ১০ টী অঞ্চলের নির্বাচন কার্যের জন্যে ১ টি টেবিল বরাদ্দ করা হয়েছিলো। এরফলে একটানা ৫-৬ ঘন্টা চড়া রোদে দাঁড়িয়ে থাকার ফলে ভোট কর্মীদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তার জেরে ভোট না দিয়েই চলে যেতে হয়েছে তাদেরকে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কমিশন সূত্রের খবর অনুয়ারী বুধবার থেকে শুরু হয়েছে ইডি ভোট গ্রহণ। প্রথম দিনে মাত্র ৩৮ জন তাদের ভোট দান করেন। বৃহস্পতিবার এই সংখ্যাটা কিছুটা হলেও বৃদ্ধি পায়। এরফলেই সমস্যা শুরু হয়। ওয়াকিমহল কমিটির মতে ১০টি অঞ্চলের জন্যে ১০টি টেবিল বরাদ্দের প্রয়োজন ছিলো। পরিবর্তে একটি টেবিল পাওয়া যেতে সমস্যা দেখা দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য শালবনী পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি ও এবারের জেলা পরিষদ প্রার্থী নেপাল সিংহ মিনারেল ওয়াটার ও শালবনীর শিক্ষকদের তরফে বিস্কুট দেওয়ার ব্যবস্থা হয়েছিলো ভোটারদের জন্যে। শালবনীর বিডিও পুষ্পল সরকার এই পরিস্থিতির বিষয়ে নিজের প্রতিক্রিয়ায় বললেন, “মূলত গরমের জন্য এই সমস্যা হয়েছে। তার ফলে একটা টেবিলেই কাজ সারতে হয়েছে। তবে প্রায় সবটাই সুষ্ঠভাবেই কাজ হয়েছে। আজ যাঁরা ফিরে গিয়েছেন, তাঁরা কাল ভোট দিয়ে দিতে পারবেন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!