এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > সামনে কঠিন নির্বাচন! তৃণমূল নেতাদের জন্য বড়সড় পুরস্কার ও কঠিন লক্ষ্য বেঁধে দিল শীর্ষ নেতৃত্ব

সামনে কঠিন নির্বাচন! তৃণমূল নেতাদের জন্য বড়সড় পুরস্কার ও কঠিন লক্ষ্য বেঁধে দিল শীর্ষ নেতৃত্ব


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –প্রকাশ্যে তৃণমূল নেতারা যতই বলুক না কেন যে, 2021 এর বিধানসভা নির্বাচন অত্যন্ত সহজ, তলায় তলায় যে তারা অত্যন্ত চাপে রয়েছে, তা তাদের নানা আচরণেই স্পষ্ট হয়ে যাচ্ছে। 2021 এর বিধানসভা নির্বাচনে তৃতীয় বারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে নাকি প্রথমবারের জন্য ক্ষমতা দখল করবে ভারতীয় জনতা পার্টি, তা এখন প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মহলের কাছে। তবে বিজেপির দিকে না দেখে এখন থেকেই যাতে সংগঠনকে প্রস্তুত করে নির্বাচনের জন্য সমস্ত রকম প্রস্তুতি নেওয়া যায়, তার জন্য দলকে নির্দেশ দিচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

2021 এর বিধানসভা নির্বাচনের আগে রয়েছে ফালাকাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তাই এই নির্বাচনকে পাখির চোখ করে এখন ময়দানে নেমে পড়েছেন তৃণমূল নেতারা। সূত্রের খবর, মঙ্গলবার মাদারিহাটে মলয় ঘটক, অরূপ বিশ্বাস এবং গৌতম দেবের উপস্থিতিতে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে নেতাদের মধ্যে দ্বন্দ্ব ভুলে বুথ থেকে যাতে সংগঠনকে শক্তিশালী করা যায়, তার জন্য নির্দেশ দেন রাজ্যের এই তিন হেভিওয়েট মন্ত্রী।

তবে তৃণমূলের একাংশ কর্মী সমর্থকদের দীর্ঘদিনের অভিযোগ, প্রয়োজনে দল তাদের ব্যবহার করে। আর তারপর ভোটে জেতার পর দল তাদের ছুড়ে ফেলে দেয়। সেভাবে তাদের কোনো কথা শোনা হয় না। কিন্তু যেহেতু 2021 তৃণমূলের কাছে অত্যন্ত চাপের, তাই ভোটে জিততে পারলে তৃণমূলের নেতাকর্মীদের পুরস্কৃত করার কথা ঘোষণা করে তাঁদের উজ্জীবিত করার চেষ্টা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস‌।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “নির্বাচনে জিতলে তবেই আপনাদের পদোন্নতি হবে। তাই প্রত্যেক বুথে দায়িত্ব নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।” এদিকে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই যাতে জনসংযোগে জোর দেওয়া যায়, তার জন্য নির্দেশ দেন মন্ত্রী মলয় ঘটক। একই নির্দেশ দিয়েছেন রাজ্যের আরেক মন্ত্রী গৌতম দেব।

বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূলের অনেক কর্মীই এখন তৃণমূলের উপর ভরসা রাখতে পারছেন না। একদিকে বিজেপির উত্থান এবং অন্যদিকে দলের দুর্নীতি ও গোষ্ঠী কোন্দল। এই কারণে তৃণমূলের অনেক দুর্দিনের নেতাকর্মীরা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন। ফলে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই অসুখ ধরতে পেরে এখন ফালাকাটা বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সেখানে এসে ভোটে জেতালে বড়সড় পুরস্কার দেওয়া হবে বলে জানিয়ে দিলেন।

অর্থাৎ তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী একথা বলে কর্মীদের উজ্জীবিত করার যেমন চেষ্টা করলেন, ঠিক তেমনই ভোটের বৈতরণী পার করার জন্য কর্মীদের পরিশ্রমকে আরও বেশি করে কাজে লাগানোর প্রয়াস চালালেন বলেই মত রাজনৈতিক মহলের। কিন্তু অতীতেও নির্বাচনের সময় নেতারা এসে কর্মীদের নানা প্রতিশ্রুতি দিলেও, পরবর্তীতে তা পালন করা হয়নি। তাই এবার অরূপ বিশ্বাস একথা বললেও কর্মীরা তা কতটা বিশ্বাস করেন এবং তারা কতটা ময়দানে নেমে দলকে সাফল্য এনে দিতে পারেন, তার দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!