এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নির্বাচনের দিকে তাকিয়ে ব্যাপক রদবদল শুরু তৃণমূলে! পুরোনোদের ছেঁটে ফেলে ৬০% নতুন মুখেই ভরসা

নির্বাচনের দিকে তাকিয়ে ব্যাপক রদবদল শুরু তৃণমূলে! পুরোনোদের ছেঁটে ফেলে ৬০% নতুন মুখেই ভরসা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সামনেই বিধানসভা নির্বাচন। একদিকে দলের ভাবমূর্তি স্বচ্ছ করা এবং অন্যদিকে সংগঠনকে চাঙ্গা করতে এখন নতুন মুখ আনতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি ফালাকাটায় এসে সংগঠনকে নতুন করে সাজানো নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের পর্যবেক্ষক তথা মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আর রাজীববাবু ফিরে যাওয়ার তিনদিনের মধ্যেই ফালাকাটায় ব্যাপক রদবদল অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের।

প্রসঙ্গত উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার জেলার তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর জেলা সভাপতি পদ থেকে মোহন শর্মাকে সরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে দায়িত্ব দেওয়া হয় জেলা তৃণমূলের অন্যতম নেতা মৃদুল গোস্বামীকে। আর মৃদুলবাবু দায়িত্ব নিয়েই নিজের ইচ্ছে মত বিভিন্ন ব্লক কমিটি ভেঙে দেন। বেশ কিছু জায়গায় কমিটি পরিবর্তন করেন তিনি। যেখানে ফালাকাটায় তৃণমূলের ব্লক সভাপতি করা হয় সন্তোষ বর্মনকে।

আর এদিন সন্তোষবাবু নতুন কমিটি এবং অঞ্চল কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেন। যার মধ্যে প্রায় 60% নতুন মুখ বলে জানা গেছে।জানা গেছে, দলের ব্লক কমিটিতে অনেক পুরনো মুখ সরিয়ে নতুন মুখ আনার পেছনে অন্য কারণ রয়েছে। কেননা এখানে বেশিরভাগ নেতার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি জেলায় এসে পরোক্ষে সেই ব্যাপারে বার্তা দিয়ে সকলকে সতর্ক করে দিয়ে গেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর রাজীববাবু ফিরে যাওয়ার পরেই দলের ভাবমূর্তি স্বচ্ছ করতে ফালাকাটা ব্লকে নতুন কমিটি গঠন করে সব থেকে বেশি নতুন মুখকে প্রাধান্য দেয়া হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই নতুন মুখকে সামনে রেখেই আগামী দিনে ফালাকাটা বিধানসভা উপ নির্বাচনে তৃনমূল কংগ্রেস লড়বে বলে দাবি করছে একাংশ। কিন্তু কেন পুরনো মুখ অপেক্ষা নতুন মুখকে প্রাধান্য দেওয়া হল?

এদিন এই প্রসঙ্গে ফালাকাটা ব্লক তৃণমূলের সভাপতি সন্তোষ বর্মন বলেন, “বয়সের কারণে যারা তেমন দৌড়ঝাঁপ করতে পারছেন না, তাদের জায়গাতে নতুন মুখ আনা হয়েছে। যারা বাদ পড়েছেন, তাদের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।” বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূলে বর্তমানে শুদ্ধিকরণ চলছে। দলের কোথাও দুর্নীতি দেখলে সেই নেতার বিরুদ্ধে নেমে আসছে শাস্তির খাড়া তাই এই পরিস্থিতিতে সকলেই কিছুটা সতর্ক।

আগামী বিধানসভা নির্বাচনে তাই ভালো ফল করতে এখন তৃণমূল সংগঠনকে সাজাতে শুরু করেছে। আর তারই অঙ্গ হিসেবে ফালাকাটায় ব্যাপক রদবদল অনুষ্ঠিত হল। তবে এর ফলে বাদ পড়া সেই সমস্ত পুরনো নেতৃত্বরা দলের ওপর ক্ষিপ্ত হয়ে বেগতিক কোনো সিদ্ধান্ত নেন কিনা, তার ব্যাপারেও সংশয় রয়েছে তৃণমূলের অন্দরমহলে। তবে এই নতুন মুখরা দলের দায়িত্ব নেওয়ার পর ফালাকাটায় তৃণমূল কতটা উন্নতির মুখ দেখতে পারে, তার দিকে অবশ্যই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!