এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > চুক্তির ভিত্তিতে নিযুক্ত কর্মীদের নিয়ে নয়া নির্দেশিকা অর্থ দপ্তরের, জেনে নিন

চুক্তির ভিত্তিতে নিযুক্ত কর্মীদের নিয়ে নয়া নির্দেশিকা অর্থ দপ্তরের, জেনে নিন

অবশেষে স্পষ্ট হল অবস্থান। চুক্তির ভিত্তিতে নিযুক্ত, দৈনিক মজুরি সহ বেশ কিছু ধরনের কর্মীদের মধ্যে ঠিক কারা স্থায়ী কর্মী, এবার তা নির্দিষ্ট করে দিল অর্থ দপ্তর। জানা গেছে, কোনো উদ্দেশ্যে একসময় যে সমস্ত কর্মীদের নিযুক্ত করা হয়েছিল, তাদের চাকরি থাকবে এমন পরিস্থিতি থাকলে এইচআরএমএস ব্যবস্থার মাধ্যমেই তাদের বেতন দেওয়া যাবে।

মূলত, স্থায়ী কর্মীদের বেতন হয় এই এইচআরএমএস অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে। তবে এই সিস্টেমের মধ্যে দৈনিক মজুরি এবং চুক্তিভিত্তিক কর্মী ছাড়াও আরও দুই শ্রেণীর কর্মীর কথা উল্লেখ করা হয়েছে।

বস্তুত, গত 2011 সালের সেপ্টেম্বর মাসে রাজ্যের অর্থ দপ্তরের পক্ষ থেকে কিছু অস্থায়ী কর্মীর চাকরির মেয়াদ 60 বছর পর্যন্ত করার পাশাপাশি তাদের নির্দিষ্ট বেতন, ছুটি, অবসরের পর এককালীন টাকা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে এই ঘটনার কিছুদিন আগেই রাজ্য মন্ত্রিসভার বৈঠক থেকে রাজ্যের বিভিন্ন দপ্তরের ছয় হাজারের বেশি চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করায় ওই কর্মীদেরও এই সুবিধার আওতায় আনা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের মতে, বিগত বাম সরকারের আমলেও সরকারি নিয়মকে মান্যতা দিয়ে নিযুক্ত অস্থায়ী কর্মীদের একাংশকে এর আওতায় আনা হয়েছিল। যেখানে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের শুরুর বেতন প্রথমে 6 হাজার 700 টাকা থাকলেও তা বেড়ে এখন প্রায় 12 হাজার টাকা হয়েছে।

কিন্তু এর বাইরেও রাজ্যের সরকারি দপ্তরগুলিতে বহু অস্থায়ী কর্মী রয়েছেন, যারা অনেক কম টাকা বেতন পায়। আর এই অস্থায়ী কর্মীদের বেতন স্থায়ী কর্মীদের মত দেওয়ার জন্য রাজ্যের অর্থ দপ্তর একটি নির্দেশ দিলেও তাদের সেই এইচআরএমএসের আওতায় আনা হবে কি না, তা নিয়ে তীব্র জটিলতা তৈরি হয়েছিল।

অর্থ দপ্তরের বক্তব্য, কোনো অফিস বিশেষ প্রয়োজনে বা অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ করতে পারে। কিন্তু এই কর্মীদের বেতন এইচআরএমএস ব্যবস্থার মাধ্যমে হবে না। প্রজেক্ট এবং স্কিমগুলো যতদিন চলবে, তার উপরই কর্মীদের চাকরির স্থায়িত্ব নির্ভর করবে বলেও জানিয়ে দিয়েছে অর্থ দফতর।

শুধু তাই নয়, সরকারি কর্মীদের এজেন্সির বিল কোন “হেড” এ হবে সেটাও বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। তবে কোন তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে, তা নিয়ে এখনও বিভ্রান্তি থাকায় অনেক দপ্তর তাদের কাজ করতে পারেনি বলে জানা গেছে। সব মিলিয়ে এবার চুক্তির ভিত্তিতে নিযুক্ত কর্মীদের নিয়ে নয়া নির্দেশিকা জারি করল অর্থ দফতর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!