এখন পড়ছেন
হোম > জাতীয় > মিলছে না ভাতা, ছুটি – নজিরবিহীন কর্মবিরতির পথে কর্মীরা, মাথায় হাত সাধারনের

মিলছে না ভাতা, ছুটি – নজিরবিহীন কর্মবিরতির পথে কর্মীরা, মাথায় হাত সাধারনের

ডাক সেবকদের ভাতাবৃদ্ধি সহ অন্যান্য দাবিদাওয়াকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্যে ধর্মঘটের ডাক দিয়েছে ডাকঘর কর্মীরা। দেশ জুড়ে হওয়া ধর্মঘটে কার্যতই সমস্যায় পড়েছে রাজ্যের সাধারণ মানুষজন। উল্লেখ্য রাজ্যে প্রায় ২৫ হাজার গ্রামীণ ডাকসেবক (জিডিএস) কাজ করেন। ডাক বিভাগ সূত্রে পাওয়া খবর অনুসারে এঁরাই ডাক পরিষেবার অন্তত ৭০ শতাংশ কাজ করেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অথচ তাঁদের ভাতা, ছুটি সহ বেশ কিছু বিষয় ডাক কর্মচারীদের তুলনায় কম। জিডিএসদের বক্তব্য, তাঁদের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য কমলেশ চন্দ্র কমিটি গঠন করা হয়। গত বছরের শুরুতে সেই কমিটির রিপোর্ট জমা পড়েছে ।  কিন্তু কেদ্রীয় সরকারের তরফে সেই সুপারিশ কার্যকর করার কোনো স্বদ্ব্যর্থক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছেনা। এরই প্রতিবাদে অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন জিডিএস, ফেডারেশন অব ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশন জিডিএস এবং ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ ফেডারেশন জিডিএস এই ধর্মঘটের ডাক দিয়েছে। দেশের প্রায় সব কটী রাজ্যেই এই ধর্মঘট চলছে বলে জানা গিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!