এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এনামুলের গ্রেপ্তারি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন বিজেপি নেতার, শুরু ফের চাপানউতোর!

এনামুলের গ্রেপ্তারি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন বিজেপি নেতার, শুরু ফের চাপানউতোর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- অমিত শাহের বঙ্গ সফরের মধ্যেই রাজ্যজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছিল সিবিআই এবং আয়কর দপ্তরের অফিসারেরা। সেখানে গরু পাচার এবং আয়কর দপ্তরের বহু জায়গায় তল্লাশি চালাতে দেখা গিয়েছিল। যার মধ্যে গরু পাচারের জন্য কলকাতার চার জায়গায় তল্লাশি চালানোর সঙ্গে সঙ্গে দুর্গাপুর, আসানসোল, জামুড়িয়া, অন্ডাল, পুরুলিয়া, রানীগঞ্জের মতো জায়গায় তল্লাশি চালাতে দেখা গেছে আয়কর দপ্তরের অফিসারদের।

সেইসঙ্গে জানা যায়, বেআইনি কয়লা পাচারের সঙ্গে জড়িতদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। আর সেই বিষয়ে মুখ্যমন্ত্রীকে এই তল্লাশির প্রতিবাদ করতে দেখা গিয়েছিল। তাঁর কথায়, স্বরাষ্ট্রমন্ত্রী বাঁকুড়ায় নিমন্ত্রণ খেতে এসেছেন, আর তার মধ্যে আধা সামরিক বাহিনী নিয়ে তল্লাশি হচ্ছে —আসানসোল, পুরুলিয়া, দুর্গাপুরে। আর সেটা যে রাজ্য পুলিশকে কিছু না জানিয়েই, সেই নিয়ে বলতে শোনা গিয়েছিল তাঁকে। এদিন নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাঁকে।

সেই সময় তিনি বলেন, রাজ্য সরকারকে অন্ধকারে রেখেই কেন্দ্রীয় এজেন্সি চলে আসছে। সেন্ট্রাল থেকে পুলিশ নিয়ে চলে আসছে। কেন্দ্রীয় সরকার রাজ্যে এই ভাবে হস্তক্ষেপ করতে পারে না বলেই জানান তিনি। কিন্তু তদন্ত এজেন্সি সূত্রে জানান হয়েছিল যে এই সব পাচারের ঘটনায় স্থানীয় পুলিশ ও প্রশাসনের একাংশ কর্তা বা অফিসার জড়িয়ে থাকতে পারে।

অন্যদিকে, পর্যবেক্ষকদের অনেকের মতেই, এই তল্লাশি অর্থবহ। কারণ বিধানসভা ভোটের আগে বিজেপি যে রাজ্যের এক শ্রেণির আমলা ও অফিসারদের বার্তা দিতে চাইছে সেই কথাই মনে করা হচ্ছিল। আর সেই বিষয়কে সামনে রেখেই গরুপাচার কাণ্ডের তদন্তে দিন দুই আগেই কলকাতার বিভিন্ন জায়গা তল্লাশি চালিয়ে এই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত এনামুল হককে গ্রেফতার করেছে সিবিআই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে গতকাল ভোরে দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত তাকে ট্রানজিট রিমান্ডে আজ কলকাতায় আনা হচ্ছে বলে সিবিআই সূত্রে জানা গেছে। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী এ নিয়ে যতই তির্যক মন্তব্য করুন না কেন, গোয়েন্দা সূত্রে জানান হয়েছে, সল্টলেকে সতীশ কুমারের বাড়িতে তল্লাশির সূত্র ধরেই গরু পাচারে অন্যতম অভিযুক্ত এই মুর্শিদাবাদের ব্যবসায়ী এনামুল হকের হদিশ মেলে। আর তা নিয়েই এবার বিরোধীরা সুর চড়িয়েছেন।

এদিন এনামুলের গ্রেপ্তারি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে বলতে শোনা গেছে, “কোন শিল্পে অরাজকতা নেই বলুন তো? সকাল-বিকেল এখন সিবিআই তল্লাশি করে হাতেনাতে ধরছে এখানকার গরু পাচারকারী ও কয়লা পাচাকারীদের। আর তাদের হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কান্নাকাটি করেন, ত্রাহি ত্রাহি রব করেন, কেন?”

এভাবেই প্রশ্ন তুলেছেন তিনি। তবে সেই সঙ্গে বাদ যাননি অমিত শাহও। গতকাল সাংবাদিক সম্মেলনে অমিত শাহকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রশ্ন করতে দেখা যায় যে “ওই ব্যক্তির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কী সম্পর্ক? উনি কেন বাঁচাতে চাইছেন?” সেইসঙ্গে পুলিশ সূত্রে জানা গেছে যে এনামুলের গ্রেফতারের পর বসিরহাট সীমান্তে তল্লাশি চালাচ্ছে সিবিআইয়ের টিম।

সেইসঙ্গে বসিরহাটের এক ব্যবসায়ীর উপরও নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। অন্যদিকে এনামুলের ওপর যে প্রভাবশালীদের হাত ছিল সে কথাও জানিয়েছেন তদন্তকারীরা। আর তাই সব মিলিয়ে ভোটের আগে রাজনীতিতে তৃণমূল যে সমস্যার মধ্যে পড়তে চলেছে সে কথাই শোনা গেছে রাজনীতিবিদদের কথায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!