এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > এনামুলের লাল ডায়েরিতে কাদের নাম? গরু পাচার কাণ্ডে সিবিআই হানার ভয়ে কাঁপছে একাধিক প্রভাবশালী

এনামুলের লাল ডায়েরিতে কাদের নাম? গরু পাচার কাণ্ডে সিবিআই হানার ভয়ে কাঁপছে একাধিক প্রভাবশালী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যত সমস্যা, তা যেন তৈরি হয়েছে এবার ডায়েরি নিয়ে। ইতিমধ্যেই এনামুলের রঙিন ডায়েরি নিয়ে অনেক প্রভাবশালী ব্যক্তির ঘুম উড়তে শুরু করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের পক্ষ থেকে খুব তাড়াতাড়ি বেশকিছু প্রভাবশালীর ডাক আসতে পারে বলে মনে করা হচ্ছে। জানা গেছে, এনামুলের রঙিন ডায়েরিতে মুর্শিদাবাদ জেলার বেশকিছু জনপ্রতিনিধি এবং পুলিশ কর্তার নাম রয়েছে বলে মনে করা হচ্ছে। স্বাভাবিক ভাবেই সেই ডায়েরি যদি এখন প্রকাশ্যে আসতে শুরু করে, তাহলে অনেকেই বিড়ম্বনায় পড়বেন বলে দাবি করছেন বিশ্লেষকরা।

অনেকেই বলছেন, গরু পাচারকারী মূল অভিযুক্ত এনামুলের সঙ্গে প্রথম থেকেই প্রভাবশালীদের অত্যন্ত সদ ভাবছিল। সবাইকে ম্যানেজ করে নিয়ে অত্যন্ত সুকৌশলে কাজ করত এই এনামুল। মাঝেমধ্যেই তার অনেক অনুষ্ঠানে বিভিন্ন হেভিওয়েট রাজনৈতিক নেতাদের উপস্থিত থাকতে দেখা গেছে। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে অনেকেই চাইছেন যে, গোপন ডায়েরি সামনে আসুক। তাহলেই অনেক হেভিওয়েটের নাম প্রকাশ্যে চলে আসবে। সেক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া আরও সহজলভ্য হয়ে যাবে বলেই দাবি করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, সিবিআই এই রঙিন ডায়েরি উদ্ধার করে বুধবার তা আসানসোল আদালতে জমা দিয়েছে। আর সেই রঙিন ডায়েরি নিয়েই এখন চর্চা শুরু হয়েছে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে। পুলিশকর্তা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, কাদের নামে এই ডায়েরিতে রয়েছে, সেটাই এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তদন্তকারীদের একাংশ বলছেন, এনামুলের সঙ্গে প্রভাবশালীদের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ হয়ে উঠেছিল যে, সেই কারণে কোনো প্রভাবশালী এই কাজে তাকে বাধা দিত না। তবে এই ডায়েরি অনেকেরই মুখোশ খুলে দেবে। তাহলে কি এই ডায়েরি প্রকাশ্যে এলে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে! এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে জল্পনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে দোষীরা যাতে প্রকৃত শাস্তি পায়, তার জন্য দাবি জানিয়েছে প্রতিটি রাজনৈতিক দল। এদিন এই প্রসঙ্গে তৃণমূলের অশোক দাস বলেন, “আমরা চাই এই ঘটনার তদন্ত হোক। ডায়েরিতে যদি কোনো নেতার নাম থাকে, তাহলে তাদেরকেও জেরা করা হোক।” অন্যদিকে এই ব্যাপারে কংগ্রেস নেতা মহফুজ আলম বলেন, “আশা করি ডায়েরি তথ্য খতিয়ে দেখে সিবিআই কড়া পদক্ষেপ নেবে। যারা এই পাচারচক্রের সঙ্গে যুক্ত ছিল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হোক। তবে সিবিআই কতটা কি করবে, তা নিয়ে সংশয় রয়েছে।”

কিন্তু যে যাই বলুন না কেন, এনামুলের রঙিন ডায়েরি প্রকাশ্যে আসার পর পুলিশ কর্তা থেকে শুরু করে রাজনৈতিক বিশেষজ্ঞ প্রত্যেকের মধ্যেই আলোড়ন সৃষ্টি হয়েছে। যদি সত্যি সত্যিই আশঙ্কা সত্যি হয়ে দাঁড়ায় এবং এই রঙিন ডায়েরি প্রকাশ্যে আসার পর অনেক হেভিওয়েটের নাম সামনে চলে আসে, তাহলে বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলায় শোরগোল তৈরি হতে পারে বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, রঙিন ডায়েরি খোলার পর সেখানে কোন কোন হেভিওয়েটের নাম আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!