এখন পড়ছেন
হোম > Uncategorized > এনকাউন্টারের প্রতিশ্রুতি হেভিওয়েট মন্ত্রীর, শোরগোল রাজ্যে!

এনকাউন্টারের প্রতিশ্রুতি হেভিওয়েট মন্ত্রীর, শোরগোল রাজ্যে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এবার ধর্ষনে অভিযুক্তের শাস্তির কথা বলতে গিয়ে রীতিমতো বেফাঁস মন্তব্য করলেন তেলেঙ্গানা শ্রমমন্ত্রী মাল্লা রেড্ডি। যাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে। বিধায়ক বা মন্ত্রী কোনো জনপ্রতিনিধিরই আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত না। সেক্ষেত্রে যত বড়ই অপরাধ হোক না কেন, জনপ্রতিনিধিরা প্রকাশ্যে আইন হাতে তুলে নেওয়ার কথা বলবেন, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু এবার ছয় বছরের একটি শিশুর ধর্ষণ এবং খুন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার এবং এনকাউন্টার করার কথা বললেন হেভিওয়েট মন্ত্রী। স্বভাবতই তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার একটি জনসভায় উপস্থিত হন তেলেঙ্গানা শ্রমমন্ত্রী মাল্লা রেড্ডি। আর সেখানেই সাংবাদিকদের পক্ষ থেকে একটি শিশুর ধর্ষণ এবং খুন নিয়ে প্রশ্ন করা হয় তাকে। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেন এই হেভিওয়েট মন্ত্রী। এদিন তিনি বলেন, “আমরা অবশ্যই অভিযুক্তকে গ্রেফতার করব এবং এনকাউন্টার করব। ওকে ছাড়ার কোনো প্রশ্ন নেই। আমরা অবশ্যই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করব। ক্ষতিপূরণ দেব এবং পরিবারের পাশে দাঁড়াব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, বেশ কিছুদিন আগে তেলেঙ্গানার একটি 6 বছরের শিশুকে ধর্ষণ করা হয়। আর তারপরেই তার দেহ উদ্ধার হয়। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল তৈরি হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে কবে ব্যবস্থা গ্রহণ করা হবে, তা নিয়ে অনেকেই সরব হতে শুরু করেন। আর এবার গোটা বিষয়ে মন্তব্য করতে গিয়ে অভিযুক্তকে এনকাউন্টার করার কথা বলে রীতিমতো চাপে পড়ে গেলেন তেলেঙ্গানা শ্রমমন্ত্রী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!