এখন পড়ছেন
হোম > রাজনীতি > ফের এই ইস্যুতে রাজ্যপালের বিরুদ্ধে সরব অধ্যক্ষ, চরম তরজা !

ফের এই ইস্যুতে রাজ্যপালের বিরুদ্ধে সরব অধ্যক্ষ, চরম তরজা !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দীর্ঘদিন ধরেই হাওড়া বিল আটকে রয়েছে বলে অভিযোগ রাজ্যের। এক্ষেত্রে হাওড়া থেকে বালিকে আলাদা করে পৃথক পৌরসভার মর্যাদা দিতে চাইছে রাজ্য সরকার। কিন্তু রাজ্যপালের কাছে সেই বিল পাঠানো হলেও, তিনি এখনও পর্যন্ত তাতে অনুমোদন দেননি। যার ফলে সেখানে নির্বাচন না হওয়ার কারণে তৈরি হয়েছে সমস্যা। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়ে রাজ্যপালের বিরুদ্ধে সরব হলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে রাজ্যপালের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিধানসভার অধ্যক্ষ। যেখানে তিনি বলেন, “সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রাজ্যপালের মন্ত্রিসভার সিদ্ধান্ত মানা উচিত। এক্ষেত্রে রাজ্যপালের কাছে বিল পাঠানো হলেও, তিনি বিধানসভাকে তা জানাননি। উনি বার বার বিধানসভায় আসেন, আর বলেন, কোনো বিল বাকি নেই। যদিও হাওড়া বিল এখনও আটকে রয়েছে। এর ফলে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে।”

স্বভাবতই হাওড়া বিল নিয়ে রাজ্য বনাম রাজ্যপালের দ্বৈরথ যে চরম আকার ধারণ করবে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!