এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা >  “এরা ডাকাত” আরজিকরের ঘটনার প্রতিবাদে ফের গর্জে উঠলেন অভয়ার মা!

 “এরা ডাকাত” আরজিকরের ঘটনার প্রতিবাদে ফের গর্জে উঠলেন অভয়ার মা!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আরজিকরের ঘটনার প্রতিবাদে সমাজের সর্বস্তরের লড়াই চলছে। সাত মাস হয়ে গেলেও এখনও পর্যন্ত অভয়া বিচার পায়নি। আর সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল আন্দোলন মঞ্চ থেকে গর্জে উঠলেন অভয়ার মা।

প্রসঙ্গত, এদিন আরজিকরের ঘটনার বিচারে পেয়ে পথে নামে নাগরিক সমাজ। আর সেখানেই উপস্থিত ছিলেন অভয়ার মা। যেখানে ডাক্তারদের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেন তিনি। অভয়ার মা বলেন, “আমার মেয়ের মৃত্যুর পরে এরা দেখা করার প্রয়োজনটুকু বোধ করেনি। আমার মেয়েকে যেভাবে শেষ করে দেওয়া হলো, তাতে এরা ডাক্তার নয়, এরা ডাকাত। এই লড়াই কোনো রাজনৈতিক লড়াই নয়, এই লড়াই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!