এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “এরা কাকে বাদ দিয়েছে!” এই ইস্যুতে সরব হলেন শুভেন্দু!

“এরা কাকে বাদ দিয়েছে!” এই ইস্যুতে সরব হলেন শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তৃণমূলের পার্টি অফিস নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। আর সেই বিষয়টি তুলে ধরেই এবার শাসকদলের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে একাধিক উদাহরণের কথা তুলে ধরে শাসক শিবিরকে কটাক্ষ করলেন তিনি। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “আপনারা বলুন, এরা কাকে বাদ দিয়েছে! নন্দনে 300 আসন বিশিষ্ট হল তৈরি করা হয়েছে। সেখানেও সত্যজিৎ রায়ের নাম মুছে দেওয়া হয়েছে, সব অনুপ্রেরণায় লেখা হয়েছে। চিড়িয়াখানায় ব্যাঘ্র শাবক জন্ম নিয়েছে, সেটাও নাকি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়!” অর্থাৎ এই বক্তব্যের মধ্য দিয়ে সমস্ত সাংস্কৃতিক জগতকে যে নিজেদের কুক্ষিগত করতে চাইছে রাজ্যের শাসক দল, তা বোঝানোর চেষ্টা করলেন রাজ্যের বিরোধী দলনেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!