এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > এটা বদলে যাওয়া ভারত! ১১ ঘন্টার ম্যারাথন বৈঠকেও বীর জওয়ানদের পিছু হঠাতে পারল না

এটা বদলে যাওয়া ভারত! ১১ ঘন্টার ম্যারাথন বৈঠকেও বীর জওয়ানদের পিছু হঠাতে পারল না


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লাদাখে ভারত চীন সীমান্ত নিয়ে আন্তর্জাতিক পরিস্থিতি ইতিমধ্যেই যথেষ্ট উদ্বেগজনক। পরিস্থিতি সামলানোর জন্য দফায় দফায় বৈঠক চলছে কেন্দ্রীয় মহলে। অন্যদিকে দীর্ঘ 45 বছর পর সীমান্তে ভারত চীন সংঘর্ষে দেশের মাটিতে কুড়ি জন সেনা জওয়ান শহীদ হয়েছে। আর তারপর থেকেই চীনের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। যুদ্ধকালীন পরিস্থিতি এড়ানোর জন্য দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে খবর।

সোমবার প্রথম দুই দেশের সেনা কর্তারা আলোচনায় বসেন সীমান্তের ওপারে মালডোতে চিনা সেনার ছাউনিতে। প্রায় 11 ঘণ্টা ধরে এই আলোচনা চলে বলে জানা গেছে। ভারতের তরফ থেকে এই আলোচনায় প্রতিনিধিত্ব করেন সেনাবাহিনীর 14 নম্বরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। অন্যদিকে এই বৈঠকে চীনের হয়ে প্রতিনিধিত্ব করেন পিপলস লিবারেশন আর্মির দক্ষিণ জিনজিয়াং মিলিটারি রিজিয়নের কম্যান্ডার জেনারেল লিউ লিন। 11 ঘণ্টা ম্যারাথন বৈঠকের পরেও যে কোনো রফাসূত্র বেরোয়নি সে কথা পরিষ্কার।

কারণ মঙ্গলবার আবারও দ্বিতীয় দফায় বৈঠকে বসেছে দুই দেশ বলে জানা গেছে। অন্যদিকে জানা গেছে, সোমবার ভারত চীন যে বৈঠক হয়েছে সীমান্তের ওপারে, সেখানে ভারতের পক্ষ থেকে বেশ কয়েকটি শর্ত রাখা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো প্যাংগং সংলগ্ন এলাকা থেকে চীনা সেনাবাহিনী প্রত্যাহার এবং গলওয়ান উপত্যকার দিকে মুখ করে চীনাদের সমস্ত নির্মাণকার্য বন্ধ করতে হবে। যদিও চীনের পক্ষ থেকে ভারতের শর্ত মেনে নেওয়ার কোন ইঙ্গিত এখনো পর্যন্ত মেলেনি বলেই মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই মুহূর্তে ভারত এবং চীনের মধ্যে প্রধান সমস্যা তৈরি করেছে গালওয়ান উপত্যকা এবং প্যাংগং সো লেক। বিশেষজ্ঞদের মতে, ভারত এবং চীনের  সেনাই কমবেশি হতাহত হয়েছে 15 ই জুন। তারপর থেকেই চীন আর পিছিয়ে যেতে চাইছে না বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ভারতের পক্ষ থেকেও নিজেদের দাবি জানিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, এদিন ভারত-চীন বৈঠকে ভারতীয় সেনা জওয়ানদের ওপর চীন যেভাবে ঘৃণ্য হামলা করেছে তার তীব্র নিন্দা জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং।

এবং ভবিষ্যতে এরকম ঘটনা যাতে আর না ঘটে চীনের পক্ষ থেকে সে কথা নিশ্চিত করতে বলেছেন তিনি। অন্যদিকে মনে করা হচ্ছে, চীন এই মুহূর্তে অনেকটাই কোণঠাসা আন্তর্জাতিক মহলে। ভারতের সীমান্ত নিয়ে চীন যেভাবে আগ্রাসী মনোভাব দেখিয়েছে, তা নিয়ে সরব বিশ্বের বহু দেশ। অন্যদিকে ভারতেও ইতিমধ্যে চীনের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ বন্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খবর। মনে করা হচ্ছে, এই পরিস্থিতিতে চীনের ওপর যথেষ্ট পরিমাণে স্নায়ুচাপ বেড়েছে। আপাতত সীমান্তে আলোচনার মধ্যে দিয়ে পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে সেদিকে নজর থাকবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!