“এটা সত্যিই বিড়ম্বনা” মমতাকে নিয়ে একি বলে বসলেন দিলীপ ঘোষ! Uncategorized January 3, 2023 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে নজরুল মঞ্চে নয়া কর্মসূচি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে দলের নেতাদের গ্রামে গিয়ে রাত্রি বাস করার পরামর্শ দিয়েছেন তিনি। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে সত্যি শুনতে হবে, এটা অত্যন্ত বিড়ম্বনা বলে জানিয়ে দিলেন তিনি। সূত্রের খবর, এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “দিদি এখন ধার্মিক হয়েছেন। যিনি সারা জীবন ধরে মিথ্যা কথা বলে এসেছেন, তার মুখ থেকে এখন সত্যি শুনতে হবে, সত্যিই এটা বিড়ম্বনার। দেশের বিরুদ্ধে যিনি প্রতিমুহূর্তে কথা বলেছেন, তিনি এখন একতার কথা বলছেন।” অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের নতুন কর্মসূচি নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিড়ম্বনা বাড়ালেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -