এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > এটাই কি বিজেপির ডিসেম্বর ধামাকা! খোলসা করলেন দিলীপ ঘোষ!

এটাই কি বিজেপির ডিসেম্বর ধামাকা! খোলসা করলেন দিলীপ ঘোষ!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বেশ কিছুদিন আগে থেকেই ডিসেম্বর মাসে ধামাকা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, সুকান্ত মজুমদারও ডিসেম্বর মাসে সরকার কাঁপবে বলে মন্তব্য করেছিলেন। যা নিয়ে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের মধ্যে দ্বৈরথ তৈরি হয়েছিল বলে দাবি করেন একাংশ। আর এই পরিস্থিতিতে সেই ডিসেম্বর মাসেই রাজ্যে এসে বিজেপির সদর দপ্তরে পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে দলীয় নেতৃত্বদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন তিনি। আর সেই বৈঠকের পরেই বাইরে বেরিয়ে এসে ডিসেম্বর নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “এটাই তো দেখার ছিল, ডিসেম্বর মাসে কি হয়! উনি যখন সর্বভারতীয় সভাপতি ছিলেন, তখন আসতে পারেননি। তবে এখন উনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। এখন পার্টির সদর দপ্তরে এসেছেন, কার্যকর্তাদের নিয়ে বৈঠক করেছেন।”

অর্থাৎ তার কাছে ডিসেম্বর মাস বলতে যে অমিত শাহের গুরুত্বপূর্ণ বৈঠক, সেই কথাই বুঝিয়ে দিতে চাইলেন দিলীপ ঘোষ। তবে অনেকে বলছেন, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা যখন ডিসেম্বর মাসের কথা বলেছেন, তখন তেমনভাবে কিছুই হয়নি। আর এই পরিস্থিতিতে দিলীপ ঘোষ এই ধরনের মন্তব্য করে ডিসেম্বর নিয়ে একের পর এক বিজেপি নেতাদের মন্তব্যের ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করলেন বলেই দাবি বিশেষজ্ঞদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!