এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “এটাই প্রকৃত পরিবর্তন” বিজেপির নবান্ন অভিযানে পুলিশের পদক্ষেপ নিয়ে একি বললেন অভিষেক!

“এটাই প্রকৃত পরিবর্তন” বিজেপির নবান্ন অভিযানে পুলিশের পদক্ষেপ নিয়ে একি বললেন অভিষেক!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যেখানে এক পুলিশকর্মী গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আর এই পরিস্থিতিতে সেই আক্রান্ত পুলিশ কর্মীকে হাসপাতালে দেখতে গিয়ে গোটা বিষয়ে সোচ্চার হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে বর্তমান সরকারের আমলে পুলিশ অনেক সহনশীল ভূমিকা পালন করছে বলে দাবি করলেন তিনি।

সূত্রের খবর, এদিন আক্রান্ত পুলিশ কর্মীকে হাসপাতালে দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। যেখানে এই তৃণমূল নেতা বলেন, “পুলিশের কাছে সহজ উপায় ছিল, গুলি চালালে 10 টা লোক মরলেই আন্দোলন বন্ধ হয়ে যেত। একুশে জুলাই, সিঙ্গুর, নন্দীগ্রামে সিপিএমের সময় তাই হয়েছে। যারা প্রশ্ন তোলেন, বাংলায় কি পরিবর্তন হয়েছে, এটাই সেই পরিবর্তন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে পুলিশ সংবেদনশীল এবং ধৈর্যশীল।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে বর্তমান সময় পুলিশ প্রশাসন যে অত্যন্ত সংবেদনশীল হয়েই কাজ করছে, সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!