“এটাই তো তৃণমূলের পদ্ধতি” আরাবুলের বিরুদ্ধে খুনের মামলা রুজু হতেই কি বললেন সাংসদ! তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য January 12, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকালই তৃণমূলের পক্ষ থেকে সাসপেন্ড করা হয় আরাবুল ইসলামকে। আর তারপর আজ সেই আরাবুল ইসলাম এবং তার পুত্রের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। কিন্তু এতদিন ধরে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিলেও, কেন সাসপেন্ড করার পরেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। আর সেই বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বড় মন্তব্য করলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শমীকবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এটাই তো তৃণমূলের পদ্ধতি। যখন তার বিরুদ্ধে অভিযোগ থাকে, যদি সে তৃণমূলে থাকে, তাহলে পুলিশ তাকে খুঁজে পায় না। আর যদি তৃণমূল তাকে সাসপেন্ড করে দেয়, তাহলে তার সাথে সাথেই পুলিশ তাকে খুঁজে পায়। এই জিনিসই তো আমরা সব জায়গায় দেখে আসছি। সুতরাং এসব নিয়ে আর বেশি কিছু বলার নেই।” আপনার মতামত জানান -