এখন পড়ছেন
হোম > জাতীয় > এতদিনের সব কষ্টকে সফল করে শেষমেশ কি ভারত পেয়ে গেল করোনা ভ্যাকসিন? কি বলছে গবেষণা?

এতদিনের সব কষ্টকে সফল করে শেষমেশ কি ভারত পেয়ে গেল করোনা ভ্যাকসিন? কি বলছে গবেষণা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতি সামাল দিতে এখন একটাই ভরসা ভ্যাকসিনের আবিষ্কার। ইতিমধ্যে অনেক ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। অনেক ভ্যাকসিন আবিষ্কার হয়েও গেছে। পরীক্ষামূলকভাবে তা ব্যবহারও করা হয়েছে বিভিন্ন মানুষের শরীরে। সেক্ষেত্রে ভালো সাড়াও পাওয়া গেছে বলে জানা গেছে। তবে ভারতে এর ট্রায়াল কবে থেকে শুরু হবে সেই নিয়ে সম্প্রতি এক নতুন তথ্য পাওয়া গেছে।

অক্সফোর্ডের তৈরি এমনই একটি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে ভালো সাড়া মিলেছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে। যেটির নাম দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন। ব্রিটেনে জুলাই মাসে এই ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়াল শেষ হয়। এই সময় যাদের শরীরে এই ভ্যাকসিনের প্রয়োগ করা হয়েছিল, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়েছিল বলে জানা যায়।

এরপরেই ভারতে এই টীকা তৈরির লাইসেন্স পায় সেরাম ইনস্টিটিউট। এরপর প্রথম পর্যায়ের পরীক্ষাও হয় দেশের বিভিন্ন প্রান্তে। সম্প্রতি এই ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ। এবার সেখানে জানা গেলো ভ্যাকসিনের পরীক্ষার সঙ্গে উৎপাদনেও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আইসিএমআরের তরফ থেকে জানা গেছে, মূলত সময় বাঁচাতেই এই ব্যবস্থা। যদিও এক্ষেত্রে ভ্যাকসিন নিয়ে বিভিন্ন গবেষণা ও চিন্তাভাবনা করেই উৎপাদন-অনুমোদনের পথে এগোনো হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিশেষত আমাদের দেশে প্রতিদিন আক্রান্তের সংখ্যা যেভাবে নতুন রেকর্ড তৈরি করছে, তাতে আমাদের হাতে বেশি সময় নেই বলেই ধরে নেওয়া হয়েছে। এই সব চিন্তা করেই বর্তমান সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে সব ক্ষেত্রেই সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কিংবা হাসপাতালে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সরকার। তবে কার কত পরিমাণ ডোজ লাগবে, খরচ কত হবে, তার একটা হিসেব করা শুরু করেছে স্বাস্থ্যমন্ত্রক। প্রস্তুতকারক সংস্থার সঙ্গেও কথা বলছে কেন্দ্র। তবে কোনও রাজ্যকে আলাদা করে ভ্যাকসিন কিনতে হবে না বলেই জানিয়েছেন তারা। কেন্দ্রই সব কিনবে। তারপর রাজ্যগুলির চাহিদা মতো সরবরাহ করা হবে। খুব শীঘ্রই এই বিষয়ে রাজ্যগুলিকে নির্দেশিকাও পাঠানো হবে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!