এখন পড়ছেন
হোম > অন্যান্য > Euro Cup 2021: চেক রিপাবলিক (গ্রূপ ডি) ফুল স্কোয়াড, কোন ক্লাব দলের কে সুযোগ পেলেন জাতীয় দলে?

Euro Cup 2021: চেক রিপাবলিক (গ্রূপ ডি) ফুল স্কোয়াড, কোন ক্লাব দলের কে সুযোগ পেলেন জাতীয় দলে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অনেক টালবাহানার পর করোনা পরিস্থিতিতেও শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের মহাযুদ্ধ। ইউরো কাপ ২০২১ – যদিও এক বছর আগেই হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট – কিন্তু অতিমারী পরিস্থিতিতে তা পিছিয়ে যায়। এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করছে মোট ২৪ টি দল।

এক এক করে প্রতি দলের পরিচয়, ক্ষমতা দুর্বলতা জেনে নিন। প্রথমেই গ্রূপ ডি-এর দল চেক রিপাবলিক। পুরো স্কোয়াড –

চেক রিপাবলিক (গ্রুপ ডি):
গোলরক্ষক:
টমাস ভ্যাকলিক (সেভিলা)
জিরি পাভেলঙ্কা (ওয়ার্ডার ব্রেমেন)
আলেস ম্যান্ডস (ওলোমুক)

ডিফেন্ডার:
ভ্লাদিমির কুফল (ওয়েস্ট হাম)
পাভেল কাদেরেবেক (হোফেনহাইম)
ওন্দ্রেজ সেলুস্তকা (স্পার্টা প্রহ)
টমাস কালাস (ব্রিস্টল সিটি)
ডেভিড জিমা (স্লাভিয়া প্রহ)
জান বোরিল (স্লাভিয়া প্রাহা)
আলেস মাতেজু (ব্রাসিয়া)
জাকুব ব্র্যাবেক (ভিক্টোরিয়া প্লাজেন)

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মিডফিল্ডার:
লুকাস মাসোপাস্ট (স্লাভিয়া প্রহাহ)
ভ্লাদিমির দারিদা (হার্টা বার্লিন)
টমাস সউসেক (ওয়েস্ট হাম)
আন্তোনিন বারাক (ভেরোনা)
অ্যালেক্স ক্রাল (স্পার্টাক মোসকভা)
টমাস হোলস (স্লাভিয়া প্রহ)
পেট্র সেভিক (স্লাভিয়া প্রহ)
জাকুব জাঙ্ক্টো (সাম্পডোরিয়া)
অ্যাডাম হ্লোজাক (স্পার্টা প্রহ)
জাকুব পিসেক (লিবারিক)
মিশাল সাদিলিক (লিবারিক)

ফরোয়ার্ড:
প্যাট্রিক শিক (লেভারকুসেন)
মাইকেল ক্রিমেনিক (পিএওকে)
মতেজ ভাইড্রা (বার্নলে)
টমাস পেখার্ট (লেগিয়া)

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!