এখন পড়ছেন
হোম > অন্যান্য > Euro Cup 2021: ইংল্যান্ড (গ্রূপ ডি) ফুল স্কোয়াড, কোন ক্লাব দলের কে সুযোগ পেলেন জাতীয় দলে?

Euro Cup 2021: ইংল্যান্ড (গ্রূপ ডি) ফুল স্কোয়াড, কোন ক্লাব দলের কে সুযোগ পেলেন জাতীয় দলে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অনেক টালবাহানার পর করোনা পরিস্থিতিতেও শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের মহাযুদ্ধ। ইউরো কাপ ২০২১ – যদিও এক বছর আগেই হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট – কিন্তু অতিমারী পরিস্থিতিতে তা পিছিয়ে যায়। এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করছে মোট ২৪ টি দল।

এক এক করে প্রতি দলের পরিচয়, ক্ষমতা দুর্বলতা জেনে নিন। প্রথমেই গ্রূপ ডি-এর দল ইংল্যান্ড। পুরো স্কোয়াড –

ইংল্যান্ড (গ্রুপ ডি):
গোলরক্ষক:
ডিন হেন্ডারসন (ম্যানচেস্টার ইউনাইটেড)
স্যাম জনস্টোন (ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন)
জর্ডান পিকফোর্ড (এভারটন)

ডিফেন্ডার:
ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল)
বেন চিলওয়েল (চেলসি)
কনর কোডি (ওলভস)
রিস জেমস (চেলসি)
হ্যারি মাগুয়ের (ম্যানচেস্টার ইউনাইটেড)
টাইরন মিংস (অ্যাস্টন ভিলা)
লুচ শ (ম্যানচেস্টার ইউনাইটেড)
জন স্টোনস (ম্যানচেস্টার সিটি)
কায়রান ট্রিপ্পিয়ার (অ্যাটলেটিকো)
কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি)

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মিডফিল্ডার:
জুড বেলিংহাম (ডর্টমুন্ড)
জর্ডান হেন্ডারসন (লিভারপুল)
ম্যাসন মাউন্ট (চেলসি)
কালভিন ফিলিপস (লিডস ইউনাইটেড)
ডেক্লান রাইস (ওয়েস্ট হাম)

ফরোয়ার্ড:
ডমিনিক কালভার্ট-লেউইন (এভারটন)
ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি)
জ্যাক গ্রিলিশ (অ্যাস্টন ভিলা)
হ্যারি কেন (টটেনহাম)
মার্কাস রাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড)
বুকায়ো সাকা (আর্সেনাল)
জ্যাডন সানচো (ডর্টমুন্ড)
রহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি)

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!