এখন পড়ছেন
হোম > অন্যান্য > Euro Cup 2021: ফিনল্যান্ড (গ্রূপ বি) ফুল স্কোয়াড, কোন ক্লাব দলের কে সুযোগ পেলেন জাতীয় দলে?

Euro Cup 2021: ফিনল্যান্ড (গ্রূপ বি) ফুল স্কোয়াড, কোন ক্লাব দলের কে সুযোগ পেলেন জাতীয় দলে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অনেক টালবাহানার পর করোনা পরিস্থিতিতেও শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের মহাযুদ্ধ। ইউরো কাপ ২০২১ – যদিও এক বছর আগেই হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট – কিন্তু অতিমারী পরিস্থিতিতে তা পিছিয়ে যায়। এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করছে মোট ২৪ টি দল।

এক এক করে প্রতি দলের পরিচয়, ক্ষমতা দুর্বলতা জেনে নিন। প্রথমেই গ্রূপ বি-এর দল ফিনল্যান্ড। পুরো স্কোয়াড –

ফিনল্যান্ড (গ্রুপ বি):
গোলরক্ষক:
লুকাস হারাদেক্কি (লেভারকুসেন)
জেসি জোড়োনেন (ব্রেসিয়া)
আনসি জাককোলা (ব্রিস্টল রোভারস)

ডিফেন্ডার:
পলাস আরাজৌরি (পাফোস)
ড্যানিয়েল ও’শাগনেসি (এইচ জে কে হেলসিঙ্কি)
জুনা তোভিও (হ্যাকেন)
লিও ভাইসানেন (এলফসবার্গ)
সওলি ভাইসানেন (চিয়েভো)
রবার্ট ইভানভ (ওয়ার্তা পোজানান)
জেরে উরোনেন (জেনক)
নিকোলা (এমটিকে বুদাপেস্ট)
জুক্কা রাইতালা (মিনেসোটা ইউনাইটেড)
পাইরি সোরি (এসবিজার্গ)

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মিডফিল্ডার:
গ্লেন কামারা (রেঞ্জার্স)
রবার্ট টেলর (ব্রান)
রবিন লড (মিনেসোটা ইউনাইটেড)
জোনি কৌকো (এসবেজার্গ)
ওনি ভালাকারি (পাফোস)
রাসমাস শুলার (জারজার্ডেন)
টমাস লাম (জেভোল)
টিম স্পার্ভ (লরিসা)
ফ্রেডরিক জেনসেন (অগসবার্গ)
লাসি ল্যাপালাইনেন (মন্ট্রিল)

ফরোয়ার্ড:
জোয়েল পোহজানপালো (ইউনিয়ন বার্লিন)
মার্কাস ফোর্স (ব্রেন্টফোর্ড)
টিমু পুকি (নরউইচ)

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!