এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার ওমিক্রনেও প্রথম সারিতে বাংলা, কেন্দ্রীয় রিপোর্টে বাড়ছে উদ্বেগ!

এবার ওমিক্রনেও প্রথম সারিতে বাংলা, কেন্দ্রীয় রিপোর্টে বাড়ছে উদ্বেগ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এমনিতেই করোনা নিয়ে উদ্বেগের শেষ নেই। আর তার মধ্যেই নতুন করে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ওমিক্রন। করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ে গোটা দেশে প্রথম সারিতে রয়েছে বাংলা। আর এই পরিস্থিতিতে এবার ওমিক্রণে আক্রান্তের দিক থেকেও একেবারে সামনের সারিতে উঠে এল পশ্চিমবঙ্গ। যেখানে কেন্দ্রের তরফে প্রকাশিত রিপোর্টে এই কথা জানানো হয়েছে। যাকে কেন্দ্র করে রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে রাজ্যবাসীর মধ্যে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি রিপোর্ট পেশ করা হয়। যেখানে জানানো হয় যে, গোটা দেশে ওমিক্রণ আক্রান্তের দিক থেকে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। আর তারপরেই রয়েছে পশ্চিমবঙ্গ। যেখানে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ওমিক্রন আক্রান্তের সংখ্যা 1 হাজার 672 জন। যদিও বা ওমিক্রন আক্রান্তের দিক থেকে পশ্চিমবঙ্গ গোটা দেশে দ্বিতীয় স্থানে থাকলেও চিন্তার কোনো কারণ নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!