এখন পড়ছেন
হোম > জাতীয় > ইভিএম দুর্নীতি এখন পুরোনো, বিজেপির জেতার আসল কারণ বের করলো কংগ্রেস

ইভিএম দুর্নীতি এখন পুরোনো, বিজেপির জেতার আসল কারণ বের করলো কংগ্রেস


ইভিএম দুর্নীতি এখন পুরোনো, বিজেপির জেতার আসল কারণ বের করলো কংগ্রেস। উত্তরপ্রদেশের ভোটে বিজেপির জয়লাভের পর বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী অভিযোগ করেছিলেন। যদিও, নির্বাচন কমিশন এই অভিযোগকে উড়িয়ে দিয়েছিলো। এবার আর ইভিএম দুর্নীতি নয়,বিজেপির জেতার অন্য কারণ খুঁজে বের করলো কংগ্রেস।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অভিযোগ ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের নাম ঢুকিয়ে দিচ্ছে বিজেপি।তাঁদের দাবি ভোটার তালিকায় অনেক ব্যক্তির নাম পাওয়া যাচ্ছে যাদের বাস্তবে কোনও অস্তিত্ব নেই। শুধু তাই নয় আবার কোথাও ভোটার তালিকায় মৃত ব্যক্তিদের নাম রয়ে গিয়েছে,আর তাছাড়া কোথাও কোথাও আবার একই ব্যক্তির নাম একাধিক জায়গায় ব্যবহার করা হচ্ছে। এই নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি কামাল নাথ দাবি করেছেন যে,গোটা রাজ্যে প্রায় ৬০ লক্ষ ভুয়ো ভোটার আছে। আর তা প্রমান সহকারে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। মুখ খুলেছেন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও। তাঁর দাবি , “কোনও কোনও ব্যক্তির নাম ২৫-২৬টি আলাদা আলাদা বুথেও রয়েছে। এইভাবে ভুয়ো ভোটারদের কাজে লাগিয়ে নির্বাচনে কংগ্রেসকে হারাতে চাইছে বিজেপি।” এই নিয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের পাল্টা দাবি, ভোটে হার নিশ্চিত জেনে বিজেপির দিকে আঙ্গুল তুলছেন এইসব মিথ্যা অভিযোগ করছে কংগ্রেস। যদিও,নির্বাচন কমিশনার তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!