এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পৌরভোট নিয়ে প্রস্তুতি কেমন, ইভিএমে নাকি ব্যালটে! প্রশ্ন সব মহলে!

পৌরভোট নিয়ে প্রস্তুতি কেমন, ইভিএমে নাকি ব্যালটে! প্রশ্ন সব মহলে!

পৌরসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু তা সত্ত্বেও, সমস্ত রাজনৈতিক দল নিজ নিজ আঙ্গিকে প্রস্তুতি নিতে শুরু করেছেন। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন পৌরসভায় ওয়ার্ড সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ হয়েছিল। যা নিয়ে তৈরি হয়েছিল নানা গুঞ্জন।

আর এবার রাজ্যের 93 টি পৌরসভার আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হল। তবে পৌরসভা নির্বাচন কবে হবে, তা নিয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো কিছু না জানানোয়, নানা মহলে তৈরি হয়েছে জল্পনা। কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময় রাজ্যে পৌরসভা নির্বাচন হতে পারে। তবে এই পৌরসভা নির্বাচন শুরু হবে কলকাতাকে দিয়েই বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

 

কিন্তু কত দফায় সেই নির্বাচন হবে, ইভিএম নাকি ব্যালটে এই পৌরভোট হবে, তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যাচ্ছে না। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের সময় ইভিএমে ভোট হওয়ার পর তা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। যেখানে তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল, ইভিএমে কারচুপি করে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে। আর তারপর থেকেই ব্যালটে নির্বাচন করানোর দাবি জানাচ্ছে তৃণমূল কংগ্রেস।

এখন এই পরিস্থিতিতে রাজ্যে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন তৃণমূলের কথাতেই হবে, নাকি ইভিএমে ভোট হবে! তা নিয়ে সংশয় তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মনে। সব মিলিয়ে এবার পৌরসভা নির্বাচনের আগে চূড়ান্ত সংরক্ষণের তালিকা প্রকাশের পর সেই নির্বাচনের দামামা বেজে গেল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!