এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > প্রয়াত রাজ্যের প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী! তীব্র শোকের ছায়া নেমে এল রাজনৈতিক মহলে

প্রয়াত রাজ্যের প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী! তীব্র শোকের ছায়া নেমে এল রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –রাজনৈতিক মহলে শোকের আবহ তৈরি করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ছয়বারের প্রাক্তন বিধায়ক কাশীকান্ত মৈত্র। জানা যায়, স্বাধীনতার আগে গণপরিষদের সদস্য ছিলেন প্রয়াত কাশীকান্ত বাবুর বাবা লক্ষীকান্ত মৈত্র। পরবর্তী সময়ে কৃষ্ণনগর থেকে লোকসভায় নির্বাচিত হন তিনি। আর তখন থেকেই কাশীকান্ত মৈত্র বাবার পথ ধরে কৃষ্ণনগর থেকে জয়লাভ করে রাজ্য বিধানসভায় প্রবেশ করেন। 1962 সালে কৃষ্ণনগর পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার জয়লাভ করেন তিনি। এরপর 1967 এবং 1969 সালে সংযুক্ত সোস্যালিস্ট পার্টির টিকিটে জয়লাভ করেন তিনি।

পরবর্তীতে 1972 সালের কাশীকান্ত মৈত্র কংগ্রেস প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে খাদ্য এবং পশুপালন দপ্তরের মন্ত্রীর দায়িত্ব পান। তবে তার আপ্তসহায়কের একটি কেলেঙ্কারির ঘটনায় নাম জড়িয়ে পড়ায় মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। যাকে দৃষ্টান্তমূলক ঘটনা বলেই দাবি করে রাজনৈতিক মহল। তবে এরপর কংগ্রেসের মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসায় পরবর্তী তার কংগ্রেসের সঙ্গে তেমন কোন সম্পর্ক রাখতে দেখা যায়নি কাশীকান্তবাবুকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরবর্তীতে 1977 সালে জনতা পার্টির প্রার্থী হয়ে আবার বিধানসভায় পা রাখেন তিনি। এরপর হঠাৎ করেই আটের দশকে বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর নিখোঁজ হয়ে যান কাশীকান্ত মৈত্র। নানা মহলে অভিযোগ ওঠে, তাকে অপহরণ করা হয়েছে। আর দীর্ঘ বাংলার রাজনৈতিক উত্থান পতনের সাক্ষী সেই কাশীকান্ত মৈত্র এবার প্রয়াত হলেন। জানা গেছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বছর। ইতিমধ্যেই বাংলার এহেন প্রখ্যাত রাজনীতিবিদের মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিরোধী দলনেতা আব্দুল মান্নান, সুব্রত মুখোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য্য, সুজন চক্রবর্তীর মত প্রতিষ্ঠিত রাজনীতিবিদরা। একাংশ বলছেন, যেভাবে বাংলার একের পর এক প্রতিষ্ঠিত এবং প্রবীণ রাজনীতিবিদরা ইহলোক থেকে পরলোকে পা রাখছেন, তা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক বিষয়। এবার কাশীকান্ত মৈত্রের মত দীর্ঘদিনের বিধানসভার সদস্য তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী হওয়ায় শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!