এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার কি এই প্রাক্তন সংসদ সম্পর্ক ছিন্ন করতে চলেছে তৃণমূলের সঙ্গে, জোর জল্পনা

এবার কি এই প্রাক্তন সংসদ সম্পর্ক ছিন্ন করতে চলেছে তৃণমূলের সঙ্গে, জোর জল্পনা

এনআরসি – র প্রতিবাদে মতুয়াদের ধরনায় দেখা মিলছে না মমতাবালা ঠাকুরের, আর এই নিয়ে বিস্ফোরক জ্যোতিপ্রিয় মল্লিক যা নিয়েই জল্পনা রাজ্য জুড়ে। এদিন তিনি বলেন “কে এল, কে এল না, তাতে কিছু যায় আসে না। মতুয়া কোনও পরিবারের না। উনি আসবেন, আসবেন না, ওনার ব্যাপার। উনি অসুস্থ আমায় বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের কাছে রয়েছে।”

যদিও প্রথম দিন জানিয়েছিলেন, “মমতা ঠাকুর অসুস্থ। তাই আজ আসবেন না। উনি আমাদের সঙ্গেই আছেন। উনি কালকে আসবার চেষ্টা করবেন।” এ বিষয়ে মমতাবালা ঠাকুরকে প্রশ্ন করা হলে তিনি জানান, এটা যে মতুয়াদের ধর্না এবিষয়ে তিনি কিছু জানেন না। পরে অবশ্য দল তাঁকে থাকার জন্য বললে তিনি সাফ জানান, আজ অসুস্থতার জন্য আসতে পারবেন না তিনি। এরপরই শুরু জল্পনা। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে বনগাঁ থেকে প্রায় ১ লক্ষের কাছাকাছি ভোটে হেরে গিয়েছিলেন মমতাবালা ঠাকুর। তবে কি তারপর থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়ছে তৃণমূলের প্রাক্তন সাংসদের? উঠছে প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সঙ্ঘাধিপতি মমতা বালা ঠাকুর না আসায়, এবার তাঁকে ছাড়াই মতুয়াদের নিয়ে এগোনোর কথা ভাবছে শাসকদল। তৃণমূল সূত্রের খবর এটাই।  মতুয়া ধর্নায় মমতাবালার অনুপস্থিতি ঘিরে জল্পনা যখন বাড়ছে, তখনই সেই আগুন যেন ঘি দিল জ্যোতিপ্রিয় মল্লিকের মন্তব্য, “কে এল, কে এল না, তাতে কিছু যায় আসে না। মতুয়া কোনও পরিবারের না। উনি আসবেন, আসবেন না, ওনার ব্যাপার।” তিনি আরও বলেন, “কংগ্রেস কোর্টে যাবে। তৃণমূল কংগ্রেসও কোর্টে যেতে পারে। এই আইন আমরা মানি না।”

প্রসঙ্গত আজকেও সঙ্ঘাধিপতি মমতা বালা ঠাকুর না আসায়, এবার তাঁকে ছাড়াই মতুয়াদের নিয়ে এগোনোর কথা ভাবছে শাসকদল। তৃণমূল সূত্রে খবর, “পরিবারে ঝামেলা রয়েছে। তারজন্য সাধারণ মতুয়ারা কেন বিপদে পড়বে? এখন এই কৌশলে এগোবে তৃণমূল।” ফলে প্রশ্ন উঠছে তবে কি এবার তৃণমূলের সঙ্গে সব সম্পর্কে ছেদ করতে চলেছে মমতাবালা ঠাকুর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!