এখন পড়ছেন
হোম > জাতীয় > নতুন দল খুলেই রাজ্যের মুখ্যমন্ত্রীর তীব্র রোষের মুখে প্রাক্তন তৃণমূল হেভিওয়েট নেতা

নতুন দল খুলেই রাজ্যের মুখ্যমন্ত্রীর তীব্র রোষের মুখে প্রাক্তন তৃণমূল হেভিওয়েট নেতা

পূর্ব সিকিমের সারমাসা গার্ডেনে এদিন একটি সরকারী জনসভা অনুষ্ঠিত হলো। সভায় উপস্থিত ছিলেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। এই সভায় নিজের ভাষণে সম্প্রতি সিকিমে প্রতিষ্ঠিত ‘হামরো সিকিম পার্টি’র প্রতিষ্ঠাতা একদা ভারতীয় ফুটবলের কিংবদন্তি খেলোয়ার ভাইচুং ভুটিয়াকে তীব্র আক্রমন করলেন সিকিমের মুখ্যমন্ত্রী। সিকিমের মুখ্যমন্ত্রী এদিন বাইচুং ভুটিয়ার নব্য প্রতিষ্ঠিত দল প্রসঙ্গে বলেন, ৩০ বছর ধরে উনি কলকাতার ফুটবল দলে খেলছেন। ইস্টবেঙ্গল হোক বা মোহনবাগান যে বেশি টাকা দিয়েছে, অমনি সেই দলে যোগ দিয়েছেন তিনি। সিকিমের ফুটবলারদের জন্য কিছুই করেননি। আবার এখন এসেছেন রাজনীতি করতে। আসলে বয়স হয়ে গিয়েছে। খেলতেও পারছেন না। তাই সম্বল শুধু রাজনীতি।

শুধু তাই নয় মুখ্যমন্ত্রী চামলিংয়ের কথা অনুয়ারী, ভাইচুংয়ের বয়স হচ্ছে। তাই খেলতে পারছেন না। কিছু একটা তো করতে হবে। অতএব পড়ে থাকল সেই রাজনীতি। দেখা যাক, ওঁর ভাগ্য ফেরে কি না। আকষ্মিক ভাবে ভারতীয় ফুটবল তারকার নিজের জন্মভূমিতে রাজনৈতিক দল গঠন করে সরকার বিরোধীতায় কার্যতই বিপাকে সিকিমের ডেমোক্র্যাটিক ফন্টের প্রতিষ্ঠাতা রাজ্যের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বাইচুং ভুটিয়ার তোলা সিকিম সরকার বিরোধী বিভিন্ন অভিযোগের প্রত্যুত্তরে গতকাল সিকিমের মুখ্যমন্ত্রী বলেন, কর্মসংস্থানও তৈরি হয়েছে সিকিমে। রয়েছে শান্তির আবহাওয়াও। এতে কি বাইচুং সন্তুষ্ট নন? বরং তিনি নিজেই কোনও ফুটবলারকে সাহায্য করেননি। আসলে এতদিন সিকিমে সেইভাবে রাজনৈতিক বিরোধিতার মুখে পড়েননি দীর্ঘদিনের শাসক দল ডেমোক্র্যাটিক ফ্রন্ট, কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা বাইচুং ভুটিয়া তাঁর নতুন দল ‘হামরো সিকিম পার্টি’ নিয়ে সিকিমের মাটিতে রাজনৈতিক লড়াইতে নামতেই কিছুটা হলেও চাপে পরে গেছেন পবন চামলিং, আর তাই শুরু থেকেই বাইচুং ভুটিয়াকে এক ইঞ্চিও জমি না ছেড়ে তীব্র আক্রমনের রাস্তাতে হাঁটছেন তিনি বলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!