এখন পড়ছেন
হোম > রাজ্য > বিদায়ী তৃণমূল প্রধানের দরজায় সাঁটা পোস্টার – দয়া করে সান্ত্বনা দিতে আসবেন না!

বিদায়ী তৃণমূল প্রধানের দরজায় সাঁটা পোস্টার – দয়া করে সান্ত্বনা দিতে আসবেন না!

পশ্চিম বর্ধমানের  জামুড়িয়ার চিচুরিয়া গ্রামের মানুষ জন, সদ্য সমাপ্ত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন পর্বে এক দৃষ্টান্ত মূলক ঘটনার সাক্ষী হয়ে রইলো। স্থানীয় সূত্রে পাওয়া  খবর অনুয়ারী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা তৃণমূল কংগ্রেস কর্মী চামেলি কুণ্ডু এই পঞ্চায়েত নির্বাচনে দলেরই প্রতীক না পাওয়া বিক্ষুদ্ধ এক নির্দল প্রার্থীর কাছে  ১৮৮ টি ভোটে পরাজিত হন। এই ঘটনার পর থেকেই এলাকার মানুষজন নানা ভাবে এই বিদায়ী পঞ্চায়েত প্রধান কে সমবেদনা সূচক সম্ভাষণ করছেন। আর এই ঘটনায় কার্যত তিতিবিরক্ত হয়েই চামেলী দেবী নিজের বাসভবনের বাইরের দরজায় পোস্টার সাঁটিয়ে জানিয়ে দিয়েছেন, ‘’দয়া করে সান্ত্বনা দিতে আসবেন না’’।  

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এইরকম নজরকারা উপায়ে বিরক্তির বহিঃপ্রকাশ প্রসঙ্গে চামেলি দেবীর স্বামী রথীন কুণ্ডু বললেন, “যারা পিছন থেকে ছুরি মারল তাদেরই অনেকে এসে সান্ত্বনা দিচ্ছে, এটা মেনে নেওয়া যাচ্ছে না। আসলে আমার স্ত্রী বিগত পাঁচ বছর স্বচ্ছতার সঙ্গে পঞ্চায়েত চালিয়েছেন। অনেকে লুটেপুটে খেতে চেয়েছিল। তা আমরা হতে দিইনি। সেকারণেই দলের একাংশ ষড়যন্ত্র করে নির্দল প্রার্থী দাঁড় করিয়েছিল। অনেক নেতাই তাঁকে মদত দিয়েছিলেন। অন্যান্য জায়গা থেকে চাপ দিয়ে নির্দল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করানো হলেও এখানে তা হয়নি। এমনকী, ভোটের দিনও এখানে স্থানীয় নেতারা নির্দলকে সমর্থন করেছিলেন। তাঁদের মুখে সান্তনা শুনতে ভালো লাগে না। তাই দরজায় পোস্টার সাঁটিয়ে নেতাদের আসতে নিষেধ করেছি। তবে, কিছু ভালো কর্মী আছেন। তাঁরা এলে অসুবিধা নেই।” দলীয় সূত্রে জানা গিয়েছে এবারের পঞ্চায়েত নির্বাচনে জামুড়িয়াতেই সবচেয়ে বেশি নির্দল প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিল। তাদের বেশিরভাগই শাসক দলের প্রতীক না পাওয়া বিক্ষুদ্ধ কর্মী বলে জানা গেছে। এই নির্দল প্রার্থীদের মধ্যে কেবলমাত্র চিচুরিয়াতেই  নির্দল প্রার্থী , পঞ্চায়েত প্রধান চামেলী কুন্ডুকে পরাজিত করে বিজয়ী হয়েছেন। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ভি শিবদাসন বললেন, “ওখানে কেন এরকম হল তা খোঁজ নিয়ে দেখছি।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!