এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এক্সিট পোলের ফলাফলেই ভাঙ্গন শুরু তৃণমূলের, দুই লোকসভা নির্বাচনের প্রার্থীর বিজেপিতে যোগদানের সম্ভাবনা

এক্সিট পোলের ফলাফলেই ভাঙ্গন শুরু তৃণমূলের, দুই লোকসভা নির্বাচনের প্রার্থীর বিজেপিতে যোগদানের সম্ভাবনা

লোকসভা নির্বাচনে প্রচারে রাজ্যে এসে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী দাবি করেছিলেন যে, আগামী 23 মে ভোটের ফলাফল প্রকাশের পরই রাজ্যের শাসক দল তৃণমূলের প্রায় 40 জন বিধায়ক বিজেপিতে নাম লেখাবেন। এমনকি প্রধানমন্ত্রীর পথে হেটে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং বঙ্গ বিজেপির হেভিওয়েট নেতা তথা বঙ্গ রাজনীতির চাণক্য মুকুল রায়ও দাবি করেছেন, শুধুই সময়ের অপেক্ষা। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরই তৃণমূল নামক দলটা ভেঙে পড়বে।

আর বিজেপির এহেন দাবীর পেছনে রাজনৈতিক মহল এতদিন নানা ইঙ্গিত খুঁজলেও এবার সপ্তম তথা শেষ দফার নির্বাচনে একের পর এক এক্সিট পোল প্রকাশের পরই রাজ্যের দুই লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা বিজেপিতে যোগদানের জন্য যোগাযোগ করতে শুরু করেছেন বলে জানিয়ে দিল সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও।

প্রসঙ্গত, গত রবিবারই সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচন শেষ হয়েছে। আর এই নির্বাচন শেষ হওয়ার পরই রবিবার সন্ধ্যা থেকে একের পর এক সমীক্ষক সংস্থা তাদের সমীক্ষা প্রকাশ্যে আনতে শুরু করে। যেখানে দেখা যায় কেন্দ্রে যেমন ফের এনডিএ সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে, ঠিক তেমনই রাজ্যেও 11 থেকে 22 টা আসন যেতে চলেছে বিজেপির ঝুলিতে। আর এতেই চমকে যায় গোটা রাজনৈতিক মহল।

আর এরপরই গত সোমবার বিকেলে সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও একটি খবর প্রকাশ্যে আনে। যেখানে তারা জানায় যে, রাজ্যের তৃণমূলের দুই প্রার্থী দিল্লিতে বিজেপির জাতীয়স্তরের নেতাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে শুরু করেছেন। পাশাপাশি আগামী 23 মে যদি এই দুই তৃণমূল প্রার্থী জয়লাভ করেন, তাহলে তারা সেদিনই বিজেপির রাজ্য দপ্তরে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর টাইমস নাওয়ছর এহেন খবর প্রকাশ্যে আসতেই এবার রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে নানা জল্পনা। অনেকেই বলছেন, এক্সিট পোল তো শুধুমাত্র আভাস। তার সঙ্গে ফলাফল নাও মিলতে পারে। কিন্তু সেই এক্সিট পোল দেখেই যেভাবে তৃণমূলের প্রার্থীরা বিজেপিতে যোগদানের জন্য উদগ্রীব হয়ে পড়েছেন বলে দাবি করছে টাইমস নাও, এই দাবি যদি সত্যি হয় তাহলে বাস্তবে যদি এই সমীক্ষার সঙ্গে ফলাফল মিলে যায়, তাহলে তৃণমূল দলের অস্তিত্ব অনেকাংশেই বিপন্ন হতে পারে বলে দাবি সমালোচক মহলের।

যদিও বা প্রথম থেকেই এই সমীক্ষাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাস্তবের সঙ্গে এই সমীক্ষার কোনো মিল নেই বলেও জানিয়ে দিয়েছেন তিনি। কিন্তু নেত্রী না মানলে কি হবে, টাইমস নাওয়ের খবর অনুযায়ী যেভাবে এক্সিট পোল দেখেই তৃণমূলের প্রার্থীরা বিজেপিতে যোগদানের জন্য যোগাযোগ করতে শুরু করেছেন, তাতে তৃণমূলের অনেকের কপালেই চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। যদিও বা তৃণমূলের প্রার্থীরা বিজেপিতে যোগ দিতে পারে এহেন খবর মানতে নারাজ রাজ্যের শাসকদল।

ঘাসফুল শিবিরের দাবি, রাজ্যে এবার 42 এর মধ্যে 42 টা লোকসভা কেন্দ্রই দখল করবে তৃণমূল। পাশাপাশি কেন্দ্রে বিজেপি সরকার আসবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যারা দল করেন, তারা কোনমতেই অন্য দলে যাবে না। অন্যদিকে টাইমস নাওয়ের এই খবর প্রকাশ্যে আসতেই পাল্টা এই ব্যাপারে তৃণমূলকে খোঁচা দিয়ে বিজেপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কি হবে তার সময় বলবে। কিন্তু 23 মের পর কপাল চাপড়ানো ছাড়া আর কোনোই গতি থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে দাবি গেরুয়া শিবিরের।

আর করা এই দুজন বিদায়ী সংসদ তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে দলের অন্দরেও। মুখে না বললেও বিদায়ী সংসদের সঙ্গে দলের তরফ থেকে নজর রাখা হচ্ছে বলে গুঞ্জন তৃণমূলের অন্দরে। তবে অনেকের ধারণা এদেরকে নিয়ে আগেও জলঘোলা হয়েছে রাজ্য রাজনীতিতে বিজেপিতে যোগ দিতে পারেন বলে। তবে সত্যিটা কি তা জানা যাবে ২৩ সে মে এর পর। সব মিলিয়ে টাইমস নাওয়ের খবর অনুযায়ী এখন তৃণমূলের প্রার্থীরা যে ভাবে বিজেপিতে যোগদানের জন্য যোগাযোগ করতে শুরু করেছেন, তাতে এই ভোটের ফলাফল প্রকাশের পরেই দলবদলের পালা কতটা বৃদ্ধি পায় সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!