এখন পড়ছেন
হোম > রাজ্য > ফেসবুকে দলের হয়ে প্রচার চালিয়ে মার খেলেন বিজেপি যুবনেতা, অভিযোগের তীর তৃণমূলের দিকে

ফেসবুকে দলের হয়ে প্রচার চালিয়ে মার খেলেন বিজেপি যুবনেতা, অভিযোগের তীর তৃণমূলের দিকে


সারা রাজ্যে শাসকদল তৃনমূল কংগ্রেস বিজেপির কর্মীদের ওপর সন্ত্রাস চালাচ্ছে এই আভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই তৃনমূলেল বিরুদ্ধে পথে নেমেছে বিজেপি। এবার ফের এক বিজেপি নেতাকে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মেদিনীপুরের কাঁথির বাসুদেবপুর এলাকায়। এক্ষেত্রেও অভিযোগ সেই তৃনমূল  কংগ্রেসের বিরুদ্ধেই।

বিজেপির অভিযোগ, গত সোমবার সন্ধ্যায় বাসুদেবপুর এলাকায় দাড়িয়ে ছিলেন কাঁথির যুব মোর্চার জেলা সম্পাদক শচীন সিনহা। হঠাৎই কিছু দুস্কৃতী এসে তাঁকে পুকুর পাড়ে টেনে নিয়ে গিয়ে চরম গালিগালাজ ও মারধর করে। আর এরপরেই আহত বিজেপি নেতাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় এগড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। তবে কোনো কারন না থাকা সত্তেও কেন এরুপ আক্রমন?

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

 এ প্রসঙ্গে আহত বিজেপির শচীন সিনহা বলেন, “ফেসবুকে বিজেপির হয়ে প্রচার কার জন্যই তৃনমৃল আমাকে মারধর করেছে।” দলীয় সূত্র মারফত জানা গেছে, সোশাল নেটওয়ার্কিং সাইটে বিজেপির সমস্ত কর্মসূচী নিয়ে এই শচীন সিনহা প্রায়শই পোষ্ট করতেন। আর সেটাই মাথাব্যাথার কারন হয়েছিল শাসকদলের কাছে। এ নিয়ে দলেল তরফে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার কথাও জানান বিজেপি যুব মোর্চার কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক শম্ভু চক্রবর্তী।

তবে তৃনমূল অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। শাসকদলের তরফে এগরা 2 ব্লকের যুব তৃনমূল  সভাপতি রাজকুমার দুয়ারী বলেন, “পারিবারিক গন্ডগোলের জেরে এই মারামারি হয়েছে। বিজেপি প্রচারের আলোয় আসতে মিথ্যে ষড়যন্ত্র করে তৃনমূলকে ফাঁসাচ্ছে। এর সাথে তৃনমূলের কোনো যোগ নেই।” সব মিলিয়ে এবার সোশাল সাইটে দলের প্রচার করতে গিয়ে বিজেপি নেতাকে শাসকদলের হাতে নিগৃহীত হওয়ার অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম এলাকার রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!