এখন পড়ছেন
হোম > অন্যান্য > ফেসবুকে ‘কাপল চ্যালেঞ্জ’ নিয়ে পোস্ট করেছেন ছবি? বড়সড় সর্বনাশ কিন্তু অপেক্ষা করছে! জেনে নিন

ফেসবুকে ‘কাপল চ্যালেঞ্জ’ নিয়ে পোস্ট করেছেন ছবি? বড়সড় সর্বনাশ কিন্তু অপেক্ষা করছে! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে মোবাইল আমাদের হাতের সঙ্গী। তবে শুধু মোবাইল হলেই তো হবে না, সেই সঙ্গে চাই মোবাইলে সোশাল অ্যাকাউন্ট। যাতে করে আপনি পৌঁছে যাবেন দেশ বিদেশের মানুষের হাতের মুঠোয়। সেই সঙ্গে নিজের জীবনের সঙ্গেও জড়িয়ে থাকা বিভিন্ন ঘটনা জানতে পারবেন সকলকে। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি সোশাল দুনিয়ায় অবাধ বিচরণ সকলের। তবে ভালোর সঙ্গে টেকনোলোজি আমাদেরকে নিয়েও যায় অনেক খারাপ কিছুর দিকে।

যা কিছু ভালো থাকে, তার সঙ্গে কিন্তু খারাপ টাও জড়িয়ে থাকে। আর সেটারই সুযোগ নেন কিছু মানুষ। যার মাধ্যমে অপরাধ জগতে বেড়ে ওঠে কার্যকলাপ। তবে সেই কথা যদি আসে তাহলে বলতে হয়, সোশাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত জীবনের তথ্য দিতে গেলে এটুকু রিস্ক নিতেই হয় মানুষকে। কিন্তু সম্প্রতি সেই ঘটনা থেকে বাঁচতে অভিনব পদক্ষেপ নিতে দেখা গেছে পুণে পুলিশকে। এদিন পুলিশের তরফ থেকে টুইট করে সাধারণ মানুষকে সাবধানও করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘‌‘#‌CoupleChallenge এ ছবি পোস্ট করার আগে আরও একবার ভাবুন।‌ কারণ এই চ্যালেঞ্জ বিপদের কারণও হতে পারে। শুধু তাই নয়, সেই সঙ্গে একটি ছবিও পোস্ট করা হয়। যেখানে দেখা গেছে অনেক জায়গা থেকেই ইতিমধ্যে অভিযোগও উঠেছে বলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, মাঝেসাঝেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয় ট্রেন্ড হয়ে ওঠে। যেমন সম্প্রতি ফেসবুকের নয়া ট্রেন্ড হয়েছে #‌CoupleChallenge। আর অনেকেই নিজের পার্টনারের সঙ্গে ছবি পোস্ট করছেনও সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে দিচ্ছেন এই হ্যাশট্যাগ। কিন্তু এতেই নাকি অজান্তেই নিজের বিপদ বাড়াচ্ছেন বলেই মনে করছেন পুলিশ। শুধু পুলিশই নয়, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন সাইবার বিশেষজ্ঞরাও। আর সেই জন্যই নাকি সাধারণ মানুষকে সাবধান করে টুইট করেছে পুণে পুলিশ।

জানা গেছে, #‌CoupleChallenge এই হ্যাশট্যাগে দিনে প্রচুর সংখ্যক মানুষ নিজের পার্টনারের সঙ্গে ছবি পোস্ট করছেন ফেইসবুকে। আর তাই আশঙ্কা করা হচ্ছে ওই ছবিগুলোকেই নানা অসৎ কাজে ব্যবহার করতে পারে সাইবার অপরাধীরা। কারণ সোশ্যাল মিডিয়ায় কোনও কিছু পোস্ট করলে গোটা বিশ্বে যে কেউ তা দেখতে পারে। সেই সঙ্গে প্রয়োজনে সেই ছবি ডাউনলোড করেও বিশেষভাবে সম্পাদনা করা যায়। এরপর পর্ন ওয়েবসাইট, সাইবার অপরাধমূলক কাজ করাও অসম্ভব কিছু নয় বলেই মনে করা হয়। তাই এই ধরনের পরিস্থিতির কথা ভেবেই এই চ্যালেঞ্জ নেওয়া থেকে দূরে থাকতে অনুরোধ করা হয়েছে। তবে পোস্ট করলেও বিশেষ সাবধানতা অবলম্বন করে পোস্ট করতেও বলা হয়েছে। তাই নিজের ফোনের সেটিংসে গিয়ে অডিয়েন্স অপশনটি ‘‌Friends’‌ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!