এখন পড়ছেন
হোম > অন্যান্য > বড় ধাক্কা! ফেসবুক থেকে চাকরি যেতে পারে স্বয়ং স্রষ্টা মার্ক জুকারবার্গের!

বড় ধাক্কা! ফেসবুক থেকে চাকরি যেতে পারে স্বয়ং স্রষ্টা মার্ক জুকারবার্গের!


ফেসবুক ইউসারদের অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনা নতুন কিছু নয় বারবারই উঠে আসছে এই তথ্য।
কেমব্রিজ অ্যানালিটিকায় ফেসবুক ফেঁসেছে খুব বেশিদিন হয়নি। তার মধ্যেই আবারও হ্যাকিংয়ের অভিযোগে জেরবার হয় সোশ্যাল মিডিয়া জায়ান্ট। আর এইসব বিতর্কের মধ্যে পড়ে পায়ের নিচের মাটি সরছে খোদ ফেসবুকের স্রষ্টা মার্ক জুকারবার্গকের।

কয়েকদিন আগে ‘ভিউ এজ’ ফিচারের কিছু দুর্বলতার সুযোগ নিয়ে দুই কোটি ৯০ লাখ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা ঘটে। এমনকি এই প্লাটফর্ম ব্যবহার করে হিংসা ছড়ানোর মতো বিভিন্ন অভিযোগও ওঠে আর তাতেই টালমাটাল হয়ে পড়ে ফেসবুক। ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব উঠেছে নানা মহলে।সূত্রের খবর, সম্প্রতি নাকি সেই প্রস্তাবে সাড়া দিয়েছে ফেসবুকে শেয়ার থাকা আমেরিকার চারটি বড় পাবলিক ফান্ড। যদিও ফেসবুকের সিংহভাগ শেয়ার জুকারবার্গের নিজের হাতেই রয়েছে। তাই এই দাবি আদৌ কতটা কার্যকর হবে, সে বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এই বিষয়ে ফেসবুকের মুখপাত্র কোনও রকম মন্তব্য করতে নারাজ।

ফেসবুকের বিভিন্ন শেয়ারহোল্ডাররা চাইছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদ থেকে জুকারবার্গকে সরিয়ে সেখানে স্বাধীন কাউকে নিয়োগ করা হোক। যদিও এসব শেয়ারহোল্ডারের মতে এতে হয়তো সমস্যার পুরোপুরি সমাধান না হলেও, শেয়ারবাজারে ফেসবুকের অবস্থার কিছুটা হলেও উন্নতি হবে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো  করুন এই লিঙ্কেখবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক

ইলিনয়স স্টেটের ট্রেজারার মাইকেল ফ্রেরিকস বলেন, “স্বাধীন চেয়ারম্যান হয়তো ফেসবুকের সব ইস্যুর সমাধান করতে পারবেন না। কিন্তু এর মাধ্যমে প্রতিষ্ঠানটির হয়তো কম সমস্যা হবে এবং শেয়ারের দরপতনটাও কিছুটা কমে যাবে।” আগামী বছরের মে মাসে ফেসবুকের বার্ষিক সভা হবে।আর সেই সভাকে টার্গেট করেই প্রতিষ্ঠানের বড় শেয়ারহোল্ডাররা এই পরিবর্তনের পরিকল্পনা করছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!