এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফেসবুক লাইভে বিশেষ ইঙ্গিতপূর্ণ বার্তা বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের

ফেসবুক লাইভে বিশেষ ইঙ্গিতপূর্ণ বার্তা বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ দুপুর ৩টার সময়ে ফেসবুক লাইভ এলেন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে তিনি কি করতে চলেছেন? সেবিষয়ে তিনি স্পষ্ট ভাবে না বললেও, যথেষ্ট তাৎপর্যপূর্ণ কথা বললেন বন মন্ত্রী। দলের বিরুদ্ধে কিছুটা উষ্মা প্রকাশ করলেন তিনি। যুবসমাজকে তিনি বার্তা দিলেন যে, লক্ষ্যভ্রষ্ট না হতে। ভুল শুধরে নিতে চাইলেন। তিনি দলবদল করবেন কিনা? তার কোনো স্পষ্ট উত্তর দিলেন না। পরিবর্তে জানালেন, মানুষের জন্য কাজ করতে, যা করার তাই করবেন তিনি।

নিজের অসন্তোষের কথা জানিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘আমার নেত্রী’ বলে সম্বোধন করলেন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের কর্মীদের সম্মানের কথা বলেন। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন করলেন যে, যখন দেখা যায় দলের কর্মীরা সম্মান পাচ্ছে না, তখন কিছু বললে সেটা কি অন্যায়?

বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানালেন যে, ২০২১ হলো নতুন বছর। করোনা মহামারীতে অনেককে তিনি হারিয়েছেন। রোজগার হারিয়েছেন অনেকে। ২০২১ সাল যেন সকলের জীবনে শুভ হয়। ঈশ্বর যেন নতুন আশীর্বাদ নিয়ে আসে, প্রার্থনা করলেন তিনি। তিনি জানালেন, আজকের দিনটি তাঁর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আজকের দিন থেকে ভারতে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হলো। তিনি অত্যন্ত আশাবাদী, করোনার ভয় দূর হবে, এই টিকা নিয়েই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যের মাধ্যমে স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করলেন। তিনি জানালেন , যুবসমাজ একজনকে চাইছে, যিনি পথ দেখাতে পারবেন। তিনি জানান যে, তাঁর খারাপ লাগে যখন যুব ভাই বোনেরা চাকরি পান না। তবে, লক্ষ দেখানো হলে, তাদের অনেকে সফল হতে পারবেন। অনেকে, অন্য রাজ্যে চলে যাচ্ছেন, অন্য দেশে চলে যাচ্ছেন, যা দেখে তাঁর কষ্ট হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য বিনামূল্যে কোচিং সেন্টার চালু করেছেন তিনি।

বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানালেন যে, তিনি কোনদিন মানুষকে ঠকাবেন না। তার বিধানসভা কেন্দ্র কোন দিন মানুষের পাশ থেকে সরে যায় নি। দলনেত্রী যে আদর্শ দেখিয়েছেন, সেটাকে সামনে রেখে কাজ করছেন তিনি। কোথাও কোনো বাধা এলে তিনি জানিয়েছেন। তখন কিছু মানুষ তাঁর ভুল ধরিয়ে দিলে অন্য পথে চালানোর চেষ্টা করেছেন তিনি। যখন তিনি কিছু বলেছেন, সেটা নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু ভালো কাজে তিনি যে বাধা পাচ্ছেন, সেটা নিয়ে আলোচনা হচ্ছে না।

বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানালেন কেউ যখন অন্যভাবে নিয়ে বাকানোর চেষ্টা করছে তখন তাকে বলা হচ্ছে না। তবে যেটুকু বলা হবে তিনি কি সেটুকুই করবেন? নিজের কি কোন স্বাধীনতা থাকবে না? প্রশ্ন রেখেছেন তিনি। কাউকে তিনি ব্যক্তিগত আঘাত করেননি। তার কোনো পদের মোহ নেই। মানুষের জন্য কাজ করতে চান তিনি।

বনমন্ত্রী অভিযোগ করেছেন যে, ভালোভাবে কাজ করতে গেলে কিছু নেতারা ইচ্ছাকৃতভাবে কাজে বাধা দেন। কাজ হয়নি বলেই সোশ্যাল মিডিয়ায় আজ বলতে হচ্ছে তাঁকে। ভালো কাজ করতে গেলে বাধা পাচ্ছেন তিনি। খানিকটা হলেও দলের কাছ থেকে মানুষ সরে গিয়েছে। তিনি জানালেন যে, ভুল স্বীকার না করলে মানুষের পাশে থাকা যায় না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!