এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলের সঙ্গে শুভেন্দুর দূরত্ব বেড়েই চলেছে? ধীরে ধীরে মুছছে তৃণমূলের নাম? নতুন পদক্ষেপে জল্পনা

দলের সঙ্গে শুভেন্দুর দূরত্ব বেড়েই চলেছে? ধীরে ধীরে মুছছে তৃণমূলের নাম? নতুন পদক্ষেপে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দলের সঙ্গে ক্রমশ দূরত্ব বৃদ্ধি হচ্ছে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দল কিংবা সরকারের কোনো কর্মসূচিতে সেভাবে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে না তাকে। যে শুভেন্দু অধিকারী দল অন্তপ্রাণ ছিলেন, সেই তিনি এখন 180 ডিগ্রি ঘুরে গিয়ে নিজের মত করে সাধারণ মানুষকে সহযোগিতা করতে শুরু করেছেন।

আর মানুষকে সহযোগিতা করতে গিয়ে কোথাও বলছেন না দলের কথা, কোথাও বলছেন না নেত্রীর কথা। যার ফলে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ক্রমশ গুঞ্জন ছড়িয়ে পড়ছে। রাজ্যের বিভিন্ন জেলাতে “শুভেন্দু অধিকারীর অনুগামী” বলে প্রচার করতে শুরু করেছে। আর এবার এক ফেসবুক পেজের নাম বদলকে কেন্দ্র করে সেই শুভেন্দুবাবুর আগামী রাজনৈতিক পন্থা নিয়ে আরও গুঞ্জন ছড়িয়ে পড়ল।

বস্তুত, গত 2015 সালের 12 অক্টোবর “কোলাঘাট ব্লক তৃণমূল কংগ্রেস” নামে একটি ফেসবুক পেজ খোলা হয়। যেখান থেকে দলের সমস্ত কর্মসূচি এবং প্রচার করা হত। কিন্তু এবার সেই ফেসবুক পেজের নাম বদল হয়ে গেল। যেখানে তৃণমূলের সেই ফেসবুক পেজের নাম দেওয়া হল, “দাদার অনুগামী কোলাঘাট ব্লক।” কিন্তু কেন হঠাৎ করে তৃণমূলের পেজ বদলে গেল শুভেন্দু অধিকারীর নামে! তাকে নিয়ে এবার চাঞ্চল্য তৈরি হয়েছে। তাহলে কি দলের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়াতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই তার অনুগামীরা “দাদার অনুগামী” বলে তৃণমূলের পেজের নাম বদলে দিলেন? একাংশের মতে, এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়া বা দলের সঙ্গে দূরত্ব বজায় রাখা নিয়ে কোনোরকম কোনো মন্তব্য করেননি। তবে তার বিজেপি যোগ নিয়ে একটা জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। এমনকি শুভেন্দু অধিকারীর আচরণ নিয়েও গুঞ্জন তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতিতে “দাদার অনুগামী” বলে তৃণমূলের পেজের নাম পাল্টে দেওয়া নিঃসন্দেহে শাসকদলের অস্বস্তিকে বৃদ্ধি করল বলেই মত বিশেষজ্ঞদের।

কেন তৃণমূলের পেজের নাম পাল্টে দেওয়া হল? এদিন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর অনুগামী কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজকুমার কুন্ডু বলেন, “আমরা শুভেন্দুবাবুকে দেখে রাজনীতি করি। আমরা তো দলের বাইরে নই। তার অনুগামী হিসেবে ফেসবুক পেজের নাম রাখা হলে অসুবিধা কোথায়!” অনেকে বলছেন, যদি শুভেন্দু অধিকারী সঙ্গে দলের দূরত্ব তৈরি নাই হবে, তাহলে কেন তৃনমূলের পেজের নাম পাল্টে দেওয়া হল?

কেন সেখানে “দাদার অনুগামী” বলে লিখে দিলেন দলের কর্মীসমর্থকরা! তা নিয়ে প্রশ্ন আরও ঘনীভূত হতে শুরু করেছে। তাহলে কি এখন থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়ানোর চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী এবং তার অনুগামীরা! তাই তৃণমূলের পেজের নাম বদলে দেওয়া হল! তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে গুঞ্জন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!