এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > অমানবিক সিদ্ধান্ত! শ্রমিকদের দেড়া কাজ করানোর অভিযোগে কারখানায় অসন্তোষ

অমানবিক সিদ্ধান্ত! শ্রমিকদের দেড়া কাজ করানোর অভিযোগে কারখানায় অসন্তোষ


নিয়ম মতো ৮ ঘন্টার পরিবর্তে ১২ ঘন্টা কাজ করানোর নোটিশকে কেন্দ্র করে ফের অবস্থান বিক্ষোভের পথে নামলেন উওর ২৪ পরগনার শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলের শ্রমিকরা। সম্প্রতি কারখানার কর্তারা ৮ ঘন্টার বদলে ১২ ঘন্টা কাজ করার নির্দেশ জারি করেছিল। কারখানা কর্তৃপক্ষ চেয়েছিলেন, অন্নপূর্ণা কটন মিলে ৩ টি শিফটে ৮ ঘন্টার বদলে ২ টি শিফটে ১২ ঘন্টা কাজ করুক শ্রমিকরা। এতেই তীব্র অসন্তোষে ফেটে পড়েন শ্রমিকরা।
শ্রমিকদের দাবি, বাড়তি কাজের বোঝা চাপালে অতিরিক্ত মজুরি দিতে হবে। তাঁদের অভিযোগ, প্রতিবছরই পুজোর আগে মালিকেরা কারখানায়

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অচলাবস্থা তৈরির ফিকির খোঁজে। তাঁদের উদ্দেশ্য ছলচাতুরি করে শ্রমিকদের পুজোর বোনাস না দেওয়া। এসবের বিরুদ্ধে অভিযোগ তুলে এদিন্ কয়েকঘন্টা কাজ বন্ধ করে বিক্ষোভ জানায় প্রায় ১২০০ শ্রমিক।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিজেদের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন কারখানা মালিক কর্তৃপক্ষ। দুপুর নাগাদ পুরানো নোটিশ প্রত্যাহার করে জানানো হয়, তিন শিফটেই আগের মতো ৮ ঘন্টা কাজ করবেন কর্মীরা। এরপর অবস্থান ধর্মঘট তুলে নিয়ে কাজ শুরু করেন কর্মীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!