এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > ভারতে ফেক নিউজ ছড়িয়ে দাঙ্গার আগুন লাগানোর তালে চীন? মামলা দায়ের কোটিপতি ব্যবসায়ীর বিরুদ্ধে

ভারতে ফেক নিউজ ছড়িয়ে দাঙ্গার আগুন লাগানোর তালে চীন? মামলা দায়ের কোটিপতি ব্যবসায়ীর বিরুদ্ধে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –প্রতিবেশী অথচ শত্রু মনোভাবাপন্ন চিন দেশটি সমস্তদিক থেকেই দিন দিন ভারতের কাছে বিপদজনক হয়ে উঠছে। লাদাখ সীমান্তে উত্তেজনার পরিবেশ অব্যাহত রেখেছে, সেই সাথে উত্তেজনা ছড়াবার চেষ্টা করছে অরুনাচল সহ পূর্বসীমান্তের রাজ্যগুলিতে, পাকিস্তান, নেপালের সঙ্গে হাত মিলিয়ে ভারতের ক্ষতি সাধনের প্রয়াস চালাচ্ছে, পাকিস্তানী জঙ্গিদের মদত দিচ্ছে ভারতে নাশকতা ছড়াতে। এবার ভারতে মিথ্যে খবর ছড়িয়ে অভন্তরীন অশান্তি ছড়ানোর অভিযোগ উঠলো একটি চীনা app এর বিরুদ্ধে।

সংবাদসূত্রে জানা গেছে, চীনের কোটিপতি ব্যবসায়ী জ্যাক মার বিরুদ্ধে ভারতে ফেক নিউজ ছড়ানোর অভিযোগ উঠেছে। চীনের ব্যবসায়ী জ্যাক মার সংস্থা ইউসি ব্রাউজার খবর জালিয়াতির কাজ করতো। এই সংস্থার জনৈক প্রাক্তনকর্মী জানিয়েছেন,এই সংস্থাটি খবরের কাট- ছাট, ফেক নিউজ বানিয়ে তা app এর মাধ্যমে ভারতে পরিবেশন করত।

এই অপকর্মের জন্য সংস্থার মধ্যে তিনি প্রতিবাদ করেছিলেন। আর এরফলেই ‘আলিবাবা’ সহযোগী সংস্থা ইউসি ব্রাউজার তাঁকে কোম্পানি থেকে তাড়িয়ে দেয়। গুরগাঁয়ের একটি আদালতে তিনি জ্যাক মার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এই আদালত থেকে জ্যাক মার কাছে সমন পাঠানো হয়েছে । এই মামলায় জানায় হয়েছে, চীনের নিউজ অ্যাপ ইউসি ব্রাউজার ইচ্ছাকৃত ভাবে ভারতে রাজনৈতিক সংঘর্ষ বৃদ্ধি করতে কেটে-ছেঁটে বিকৃত করে উস্কানিমূলক খবর পরিবেশন করতো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের ঘটনা থেকে শুরু করে ভারত-পাকিস্তানের সংঘর্ষ নিয়ে একের পর এক মিথ্যে খবর ছড়িয়েছে নিউজ অ্যাপ ইউসি ব্রাউজার। মামলায় আরো জানানো হয়েছে, চীনের ভেতরের খবর যাতে ভারতে বা অন্যদেশে ছড়িয়ে না পরে তার জন্য খবর ছাট-কাট করতো চীন। এই ছাট-কাট করা খবরের সঙ্গে ভুয়ো খবর মিশিয়ে তা ভারতে পরিবেশন করেছে এই সংস্থাটি। চীনের অভ্যন্তরীন খবর চেপে দেওয়ার অভিযোগ ও করা হয়েছে এই মামলায়।

প্রসঙ্গত, ভারতে চীনের যে ৫৯ টি app নিষিদ্ধ করা হয়েছে, তার মধ্যে এই ইউসি ব্রাউজার app টিও রয়েছে। তবে ইউসি ব্রাউজারের এর ‘ইন্ডিয়া অপরেশনস’- এর তরফ থেকে জানানো হয়েছে , ভারতের সমস্ত নিয়মবিধি মেনেই এই সংস্থাটি কাজ করেছে, এমনকি সংস্থার কর্মীদের ক্ষেত্রেও ভারতীয় নিয়মবিধি সম্পূর্ণভাবে মান্য করা হয়েছে। তবে সাম্প্রতিক মামলার বিষয়ে ইউসি ব্রাউজার কোন মন্তব্য করতে ইচ্ছুক নয়।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!