এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > ফেক নিউজের রমরমা এড়াতে হোয়াটস্যাপের পর বড়সড় পরিবর্তন আসছে ফেসবুকে? জেনে নিন বিস্তারিত ভাবে

ফেক নিউজের রমরমা এড়াতে হোয়াটস্যাপের পর বড়সড় পরিবর্তন আসছে ফেসবুকে? জেনে নিন বিস্তারিত ভাবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে পরিস্থিতি এখন মোটেই ভালো না। যদি কোনো ভুয়ো খবরের কারণে কোনো অশান্তি শুরু হয়, সেক্ষেত্রে বিপদ বাড়বে বৈ কমবে না। ইতিমধ্যেই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বেশ কিছু ভুয়ো খবর ছড়িয়েছে। সেগুলিকে কেন্দ্র করে দেশের বহু জায়গায় অশান্তি ছড়িয়েছে বলে খবর। এবং বারবার একইভাবে ভুয়ো খবর ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতি শোধরানোর জন্য ইতিমধ্যে ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপের নিয়মে কিছু বদল এসেছে।

ফেসবুক হোয়াটসঅ্যাপে এখন একটি মেসেজ 5 জনের বেশি কাউকে শেয়ার করা যায়না। শোনা যাচ্ছে, ঠিক একইভাবে এবার থেকে ফেসবুকের মেসেঞ্জারেও একটি মেসেজ 5 জনের বেশি শেয়ার করা যাবেনা বলে জানা গেছে। ইতিমধ্যেই ফেসবুক নিয়ে বিভিন্ন দেশ থেকে অভিযোগ উহছে ভুয়ো তথ্য পরিবেশন করার। এছাড়াও ফেসবুক বেশ কিছু নিয়ম লঙ্ঘনের মধ্যে দিয়ে ভারতের রাজনীতিতে জড়িয়ে পড়েছে। যা নিয়ে ইতিমধ্যেই সরব দেশের বিরোধী শক্তিগুলি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিজেপি নেতাদের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ করছে ফেসবুক। বিজেপি নেতাদের বিদ্বেষমূলক পোস্ট নিয়মবিরুদ্ধভাবে ফেসবুক রেখে দিচ্ছে। এই নিয়ে সম্প্রতি ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গকে চিঠি লেখা হয়েছে বিরোধী শিবিরের পক্ষ থেকে বলে জানা গেছে। অন্যদিকে বিশ্বের সাইবার বিশেষজ্ঞরা ইতিমধ্যে জানিয়েছেন, ফেসবুকে বর্তমানে ভুয়ো খবরের পরিমাণ অনেক বেড়ে গেছে। করোনা পরিস্থিতির মধ্যেই নির্বাচন আসছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং নিউজিল্যান্ডে।

সেক্ষেত্রে ফেসবুকের মাধ্যমে ভুয়ো খবর ছড়িয়ে পড়া আটকাতে এবার হাতিয়ার করা হয়েছে মেসেঞ্জারকে। মানুষ যাতে সহজেই বিভ্রান্ত না হতে পারে তাই ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। ভারতীয় বিশেষজ্ঞদের মতে, বিভিন্নভাবে ভুয়ো খবর ছড়িয়ে পড়া আটকানোর চেষ্টা হলেও ফেসবুক, টুইটার ইত্যাদি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভুয়ো খবর পোস্ট করা হয়, তা নিয়েও অশান্তি ছড়িয়েছে বহুবার। তাই হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জারকে আটকে ভুয়ো খবর ছড়িয়ে পড়া আটকানো যাবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!