এখন পড়ছেন
হোম > জাতীয় > ভোট বড় বালাই, তাই বাজেট নিয়ে আশাবাদী কৃষক সমাজ

ভোট বড় বালাই, তাই বাজেট নিয়ে আশাবাদী কৃষক সমাজ

আগামী লোকসভা নির্বাচনের আগে এবারের মত শেষ বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রের মোদি সরকার। কি রকম হবে বর্তমান কেন্দ্রের বিজেপি সরকারের সেই অন্তর্বর্তীকালীন বাজেট তা নিয়ে জল্পনা রয়েছে প্রায় সব মহলেই। নিজেদের জনমোহিনী রুপ নাকি সংস্কারী পন্থা – ঠিক কোন দিকে এগিয়ে যাবে মোদি সরকার তা নিয়ে বর্তমানে তীব্র জল্পনা চলছে সর্বত্র।

তবে একাংশের ধারণা, লোকসভা নির্বাচনের আগে এই শেষ বাজেটের মধ্যে দিয়ে কেন্দ্রের বর্তমান বিজেপি সরকার অনেক আশার বাণী শোনাতে পারে। তবে এবারের মোদি সরকারের এই বাজেট কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, বিগত বেশ কয়েক বছর ধরে কেন্দ্রের বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধীরা অভিযোগ করে আসছে যে গেরুয়া শিবিরের আমলে দেশজুড়ে প্রচুর কৃষক আত্মহত্যা করছেন। এমনকি নির্বাচনের আগে শাসকদলের বিরুদ্ধে এই ইস্যুকে তুলে ধরে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছে সব বিরোধী দলগুলিও। কিন্তু তাহলে কি সত্যিই এবারের লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেটে কৃষকদের জন্য কোনো উপহার দিতে চলেছে মোদি সরকার?

সূত্রের খবর, এদিন সেই প্রসঙ্গে এই সমস্ত জল্পনাকে আরও একধাপ উস্কে দিলেন কেন্দ্রের কৃষিমন্ত্রী রাধামোহন সিং। 2009 থেকে 2014 র মধ্যে কৃষি ক্ষেত্রে বাজেট বরাদ্দ 1.21 লক্ষ্য কোটি থাকলেও 2014 থেকে 19 এর মধ্যে তা বাড়িয়ে 2.11 লক্ষ কোটি টাকা করা হয়েছে বলে এদিন জানান কেন্দ্রের কৃষিমন্ত্রী।

আর সবশেষে এবারের আসন্ন বাজেট কৃষকের বাজেট হবে বলে জল্পনা উসকে দিয়েছেন কেন্দ্রের কৃষিমন্ত্রী রাধামোহন সিং। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কৃষকদের দুরাবস্থা নিয়ে বিরোধীরা নির্বাচনের আগে যাতে কেন্দ্রের শাসকের বিরুদ্ধে খুব বেশি আওয়াজ তুলতে না পারে সেজন্য এদিন সেই বিরোধীদের মুখ মেরে দিয়ে কৃষক বাজেট করা হবে বলে আগে থেকেই জানিয়ে রাখলেন কেন্দ্রের কৃষিমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!